সময় পাচ্ছেন না পুজোয় শপিং করার! তাহলে পুরনো জিনিসে আনুন নতুন চমক

Published : Sep 02, 2025, 10:29 PM IST
diwali-shoping

সংক্ষিপ্ত

কাজের চাপে পুজোর শপিং করতে যেতে পারছেন না। তার জন্য পুজোর সময় পুরনো পোশাকে নিয়ে আসুন নতুন ছোঁয়া।

পুজোর আর মাত্র ২৭ দিন বাকি! চারিদিকে পুজো পুজো ভাব প্রায় এসেই গেছে। কিন্তু শপিং করতে যেতে পারছেন না তাইতো? একে অফিসের চাপ। তার উপর আবার নিত্য নৈমিত্তিক নানা কাজ। গোদের উপর বিষফোঁড়ার মতো দাড়িয়ে আছে বৃষ্টি। সবমিলিয়ে যেন লেজে গোবরে অবস্থা। পুজোর কেনাকাটি কিছুতেই হচ্ছে না বলে দুশ্চিন্তায় পড়েছেন। তাহলে একটা কোন উপায় বের করা যেতেই পারে। পুজোর কেনাকাটার জন্য হাতে সময় না থাকলেও, পুরনো শাড়ি ও ব্লাউজকে নতুন রূপে সাজিয়ে তোলা যায়। পুরনো শাড়ির সাথে নতুন ডিজাইন করা ব্লাউজ পরতে পারেন, বা ব্লাউজে নতুন ডিজাইন করিয়ে নিতে পারেন। এছাড়া, ব্লাউজের উপর এমব্রয়ডারি, লেস বা অন্য কোনো কাজ করিয়েও পুরনো শাড়িকে দিতে পারেন নতুন লুক।

শাড়ির জন্য নতুন লুক দিতে পারেন পুরনো ব্লাউজে। যেমন আপনার পুরনো শাড়ির সাথে একটি নতুন ফ্যাশনেবল ব্লাউজ পরতে পারেন। এই ক্ষেত্রে, হল্টার নেক, স্লিভলেস, বা অন্য কোনো ট্রেন্ডি ডিজাইন বেছে নিতে পারেন। বা আপনার নিজের মন মত কোন ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন অর্থাৎ পুরনো ব্লাউজ কে কাটিং করে করে নিতে পারেন।

যদি আপনার পুরনো ব্লাউজটি ভালো থাকে, তবে সেটির উপর নতুন ডিজাইন করিয়ে নিতে পারেন। বর্ডারে লেস, এমব্রয়ডারি, বা অন্য কোনো কাজের মাধ্যমে ব্লাউজটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন।

এছাড়া অন্যান্য টিপসের মধ্যে বলা যায় অ্যাক্সেসরিজ জিনিষ গুলো যেমন শাড়ির সাথে মানানসই গয়না বা অ্যাক্সেসরিজ ব্যবহার করে আপনার সাজ সম্পূর্ণ করুন। অর্থাৎ পুরনো জামা কাপড়কে নতুন করার পদ্ধতি তো জানলেন কিন্তু তার সাথে যদি আপনার সাজগোজকে একটু ট্রেন্ডি বানাতে পারেন তাহলে পুরোনোটা আর পুরনো কোনোভাবেই মনে হবে না।

আজকালকার সময়ের সাথে ফ্যাশন ট্রেন্ড নিয়ে তার সাথে তালে তাল মিলিয়ে আপনার শাড়ি ও ব্লাউজে নতুনত্ব আনুন। এই সহজ কয়েকটা উপায়গুলো অবলম্বন করলেই আপনি নিজেকে নতুনত্ব দিতে পারেন। অর্থাৎ শপিং করতে বেরোনোর সময়ের অভাব থাকলে অতি সহজেই বুদ্ধির সাথে এবং চলমান ফ্যাশন কে অবলম্বন করে পুরনো পোশাকেই একটি আকর্ষণীয় ও নতুন সাজ তৈরি করতে পারবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে