এই ৪ জায়গায় একেবারেই বসবাস করা যাবে না! চাণক্যের এই বচন না শুনলে ভুল করবেন

Published : Jun 10, 2025, 09:55 PM IST

চাণক্যের নীতি শাস্ত্রে জীবনের নানা সমস্যা থেকে মুক্তির উপায় বর্ণিত হয়েছে। এই ৪ জায়গায় একেবারেই বসবাস করা যাবে না! চাণক্যের এই বচন না শুনলে ভুল করবেন

PREV
15
চাণক্য নীতি জীবন শিক্ষা

চাণক্যের নীতি শাস্ত্রে জীবনের নানা সমস্যা থেকে মুক্তির উপায় বর্ণিত হয়েছে। এগুলো বুঝে সতর্ক থাকলে ভবিষ্যতে অনেক সমস্যা এড়ানো সম্ভব। চাণক্য বসবাসের জন্য ৪টি অনুপযুক্ত স্থান সম্পর্কে বলেছেন। আসুন জেনে নেওয়া যাক।

25
সম্মানহীন জায়গায় বসবাস করবেন না

যেখানে সম্মান নেই, সেখানে বসবাস করবেন না। কোন জায়গায় আপনার সম্মান না থাকলে, অথবা ক্রমাগত অপমানিত হলে, সেখান থেকে চলে আসুন। এমন জায়গায় থাকা মৃত্যুর সমান।

35
আয় না থাকলে সেখান থেকে চলে আসুন

আয় না থাকলে সেখানেও বসবাস করবেন না। আয় ছাড়া জীবন ধারণ অসম্ভব। এমন জায়গায় থাকলে অন্যের উপর নির্ভরশীল হতে হবে। এটাও মৃত্যুর তুল্য।

45
আত্মীয়স্বজন না থাকলে সেখান থেকে চলে আসুন

আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব না থাকলেও সেখান থেকে চলে আসুন। এমন জায়গায় আপনি কোন সমস্যায় পড়লে আপনাকে সাহায্য করার কেউ থাকবে না। এটাও মৃত্যুর চেয়ে খারাপ।

55
শিক্ষার সুযোগ না থাকলে সেখানে বসবাস করবেন না

শিক্ষার সুযোগ না থাকলেও সেখানে বসবাস করবেন না। স্কুল, কলেজ போன்ற শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে আপনার ভবিষ্যৎ ব্যাহত হবে। শিক্ষা না থাকলে জীবন মৃত্যুর চেয়ে খারাপ।

Read more Photos on
click me!

Recommended Stories