Christmas 2024: বছরের শেষ উৎসবে মেতে উঠুন আনন্দে, প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল ১৫টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Dec 25, 2024, 07:39 AM IST

ক্রিসমাসের আনন্দ, শান্তি, ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিন। পরিবার ও বন্ধুদের সাথে কাটানো মধুর মুহূর্ত, উপহার, কেক এবং সান্টার আগমন - সব মিলিয়ে ক্রিসমাস।

PREV
115

বাড়ি সেজে উঠুক আলো এবং ক্রিসমাস ট্রি দিয়ে। তোমাকে জানাই বড়দিনের শুভেচ্ছা।

215

এই ক্রিসমাস উৎসব আমাদের সকলের জীবনে নিয়ে আসুক আনন্দ। মেরি ক্রিসমাস।

315

ঋতুর সৌন্দর্য, ঐক্যেপ আনন্দ এবং ভালোবাসার উষ্ণতা কামনা করি। মেরি ক্রিসমাস।

415

বড়দিন হল শান্তি, আনন্দ ও পরিবারে ও বন্ধুদের সঙ্গে মেল বন্ধনের দিন। শুভ বড় দিন।

515

এই ক্রিসমাস উৎসব আমাদের সকলের। যীশু খ্রিস্ট সকলের ভালো করুন এই কামনাই রইল। মেরি ক্রিসমাস।

615

ডিসেম্বর মানেই আনন্দ, কেক কাটার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। ডিসেম্বরের এই বিশেষ দিনে রইল শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।

715

আলো ও আনন্দের উৎসবে তোমার জীববে ভরে উঠুক খুশি। জানাই বড়দিনের শুভেচ্ছা।

815

ক্রিসমাস মানে সান্টাক্লজ, অনেক অনেক উপহার। তোমার গোটা পরিবার ও ক্ষুদে সদস্যদের জানাই শুভেচ্ছা।

915

ক্রিসমাস মানে এক রাশ খুশি। উপহার ও আনন্দের সঙ্গে এই উৎসব উপভোগ করা। জানাই এই বিশেষ উৎসবে শুভেচ্ছা।

1015

কেক থেকে মিষ্টি- ক্রিসমাসে হোক জমিয়ে খাওয়া দাওয়া। মেরি ক্রিসমাস।

1115

আজ সান্টা পূরণ করুন আপনার মনের সকল ইচ্ছা। মেরি ক্রিসমাস।

1215

বড়দিনের এই আনন্দের মুহূর্তে সান্টা ঝুলি ভরে নিয়ে আসুক আনন্দ। মেরি ক্রিসমাস।

1315

উৎসবের দিনে সকল স্বপ্ন পূরণ হোক আপনার। জানাই ক্রিসমাসের শুভেচ্ছা।

1415

মেরি ক্রিসমাস। বন্ধু ও পরিবারের সকলকে নিয়ে আনন্দে কাটান দিনটি।

1515

ডিসেম্বর মাস মানেই প্রেম, সুখ, শান্তি ও এক রাশ আনন্দ। বড়দিন সবার কাটুক আনন্দে।

click me!

Recommended Stories