ঘরোয়া টোটকায় মিনিটেই পরিষ্কার করুন কমোড! এইভাবেই নতুনের মতো থাকবে চিরকাল
টয়লেট পরিষ্কার করা একটা কঠিন কাজ। কারণ আয়রনের দাগের জন্য চট করে বাথরুম পরিষ্কার হতে চায় না। শুধু তাই নয় কমোডের মধ্যেও জেদি দাগ লেগে থাকে। সাধারণ টয়লেট ক্লিনারের সাহায্যে সেই জেদি দাগ চট করে উঠতে চায় না। সেক্ষেত্রে খুব সাধারণ কিছু জিনিস টয়লেট পরিষ্কার করতে সাহায্য করতে পারে।
আসুন জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া জিনিসের নাম যার মাধ্যমে নিমেষের মধ্যে কমোড পরিষ্কার হয়ে যাবে।
কোল্ড ড্রিঙ্কস- অল্প বিস্তর সবাই কোল্ড ড্রিঙ্কস খেতে প্রত্যেকেই ভালবাসেন। কিন্তু এই পানীয়ের মধ্যে থাকা উপাদান মিনিটের মধ্যে কমোড সাফ করে দিতে পারে সেই ধারণা অনেকেরই নেই। কোল্ড ড্রিঙ্কসে রয়েছে অ্যাসিড যা টয়লেটের দাগ ভাল বাবে পরিষ্কার করতে পারে।কমোডের সিট ও এর আশেপাশের জায়গায় ঢেলে কিছুক্ষণ রেখে দিয়ে এরপর ব্রাশের সাহায্যে ভাল করে ঘষে নিতে হবে এরপর মিনিট দশেক রেখে দিয়ে ধুয়ে ফেলুন। এতে সহজেই কমোডের জেদি দাগ পরিষ্কার হয়ে যাবে ।
ভিনিগার- কমোড ঝকঝকে রাখতে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। কমোডে ভিনেগার ঢেলে এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিলেই দেখা যাবে ম্যাজিক।
বেবি অয়েল- এ ছাড়া বেবি অয়েলও ব্যবহার করা যেতে পারে। কমোডের তুলো ও নরম কাপড়ে সামান্য বেবি অয়েল মিশিয়ে ঘষলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে কমোডের বাইরের অংশ।
গরম জল- গরম জল করে টয়লেট এবং এর আশেপাশের জায়গায় ঢেলে দিতে হবে এবং তারপরে ব্রাশ দিয়ে ঘষতে হবে। এতে নিমেষের মধ্যে চকচকে হবে কমোড।