ধনতেরাস উপলক্ষে পরিজন ও বন্ধুবান্ধবদের জানান শুভেচ্ছা, রইল এমনই সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ
ধনতেরাস মানেই সোনার দোকানে ভীড়। আবার বাঙালিদের ধনতেরাস মানে কালী পুজোর সূচণা। এই দিন মানেই আলোর রোসনাই। তাই এই শুভক্ষণে আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল ধনতেরাসের এমনই কিছু শুভেচ্ছা বার্তার হদিশ।