আপনার কাছে কি পুরনো ২ টাকার নোট আছে, তবে রাতারাতি হতে পারেন লাখপতি, জানুন কিভাবে

Published : Mar 31, 2025, 02:21 PM ISTUpdated : Mar 31, 2025, 02:47 PM IST

এখন চাহিদা ২ টাকার নোটের। পুরনো এই নোট দুটো বা তিনটে থাকলেই আপনি হতে পারেন লাখপতি। জেনে নেওয়া যাক কিভাবে আপনি প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।  

PREV
19

এর আগেও সোশ্যল মিডিয়ায় নিশ্চয়ই এক টাকার বা দু টাকার নোট বিক্রিয়ের বিষয়ে দেখেছেন। আর টাকা আয়ের জন্য এটাও একটি ভালো বিকল্প হতে পারে।

29

সেকরমই আপনার কাছেও যদি এমন পুরনো নোট থেকে থাকে তবে আপনি সেগুলি খুব খারাপ সময়ে কাজে লাগিয়ে আপনার আয়ের উৎস করে তুলতে পারেন।

49

এখন চাহিদা ২ টাকার নোটের। পুরনো এই নোট দুটো বা তিনটে থাকলেই আপনি হতে পারেন লাখপতি।

59

 কয়েন বাজার এবং ইবের মত সাইটে এই নোট বিক্রি করে আপনি ৮ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

69

শুধু দুটাকাই নয়,যে এমন বহু পুরনো কয়েন যখন যেমন চাহিদায় থাকে তা থেকে আপনি আনায়াসে আসে করতে পারবেন। এই নোটের সাইটগুলোতে বিভিন্ন রকম নোটের চাহিদা থাকতে পারে। 

79

যেমন ধরুন আপনার কাছে থাকা নোটে ৭৮৬ সংখ্যাটি থাকতেই হবে। এই সংখ্যা দেওয়া এক থেকে শুরু করে দু হাজার টাকার নোট থাকলেও আপনি ৪ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

89

এই ২ টাকার নোট বিক্রি করতে কয়েন বাজার, ইবে বা কুইকারের মত সাইটে চোখ রাখলেই পেতে পারেন। এই সমস্ত সাইটে ক্রেতারা তাদের পছন্দ মত কয়েনের চাহিদার কথা জানান আর আপনার কাছে সেই নোট থাকলেই কেল্লাফতে।

99

যদি আপনার কোনও বন্ধুর কাছেও এই কয়েনগুলি থাকে অবশ্যই তাকে এই লিঙ্কটি শেয়ার করুন। 

click me!

Recommended Stories