ওজন কমানো:
ওজন কমাতে হলে চর্বি কমাতে হবে। জল কমা চর্বি কমার সমান নয়। চর্বি কমাতে খাওয়ার থেকে বেশি ক্যালরি ঝরাতে হবে। ১৫০০ ক্যালরি খেলে ২০০০ ক্যালরি ঝরালে ওজন কমবে। তা ঘামের জন্য নয়, খাওয়া আর ব্যায়ামের জন্য। ঘাম ক্যালরি কমাতে সাহায্য করে না। ব্যায়াম বা হাঁটার সময় ঘামের পরিমাণ ওজন কমার সাথে সম্পর্কিত নয়। ঘাম হলে ওজন কমেছে মনে হলেও তা ক্ষণস্থায়ী। এটা ওজন কমা নয়।