মহাষ্টমীর শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১৫টি শুভেচ্ছা বার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে

রইল মহাষ্টমীর শুভেচ্ছা বার্তা। মা দুর্গার আশীর্বাদে ভরে উঠুক আপনার জীবন। রইল ১৫টি শুভেচ্ছা বার্তা।

Sayanita Chakraborty | Published : Oct 11, 2024 11:26 AM
115

তোমায় ও তোমার পরিবারের সকলকে জানাই শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। মায়ের আশীর্বাদ জীবন হোক সুন্দর।

215

দেবী দশভুজা তোমার সব ইচ্ছা পূরণ করুক এই মহাষ্টমীর পুণ্যলগ্নে। শুভ মহাষ্টমী।

315

মা দুর্গার ভালোবাসা ও মমতা থাকুক আপনার ওপর। শুভ মহাষ্টমী।

415

এই প্রতিকূল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মায়ের ভালোবাসা। সেই সম্পদে ধনী হয়ে উঠুক তোমার জীবন। শুভ মহাষ্টমী।

515

দুর্গা অষ্টমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ মহাষ্টমী।

615

মা দুর্গার কৃপায় তোমার জীবনের সকল দুঃখ চিরতরে ঘুচে যাক। রইল শুভেচ্ছা।

715

এসেছে শরত হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলারয় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। রইল শুভেচ্ছা।

815

কাশ ফুলের হাতটি ধরে আরও একটি বছর পরে ঢাকে পড়বে কাঠি। শুভ মহাষ্টমী।

915

ধনসম্পদ, সুখ শান্তি অক্ষয় হোক আপনার জীবনে। রইল শুভেচ্ছা। শুভ মহাষ্টমী।

1015

সব ভালো হোক, আলো হোক। মহা অষ্টমীক পূণ্যলগ্নে জানাই শুভেচ্ছা।

1115

প্রার্থনা করি এই অষ্টমী আপনার জীবনের সকল দুঃখ- কষ্ট বাধা বিঘ্ন দূর করবে। শুভ মহাষ্টমী।

1215

যত গ্লানি, যত হতাশা সব কেটে যাক। শুভ মহাষ্টমী।

1315

মহাঅষ্টমীতে মা দুর্গার আশীর্বাদ আসুক আপনার জীবনে। পূরণ হোক সব মনস্কামনা। শুভ মহাষ্টমী।

1415

মায়ে পায়ে দেওয়া অঞ্জলী সার্থক হোক। শুভ মহাষ্টমী।

1515

মহা অষ্টমীর পূণ্যলগ্নে আপনার জীবনের সকল দুঃখ দূর হোক। আজ এই বিশেষ দিনে জানাই শুভ মহাষ্টমী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos