মহা নবমীতে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা, রইল ১৫টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে

মহা নবমীর এই বিশেষ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুঃখ ভুলে নবমীর আনন্দে মেতে উঠুক সবার মন। করুন এই কামনা। 

Sayanita Chakraborty | Published : Oct 11, 2024 6:49 PM
115

শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন। শুভ্র শীতল কাশের শোভায়ে জুরাল দুই নয়ন। মহা নবমীর বার্তা হয়ে বাজছে ঢাকের সুর। দিনটি হোক আরও মধুর।

215

শুভ মহা নবমী। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

315

দুঃখগুলো ভুলে গিয়ে মহা নবমীর আনন্দে মেতে উঠুক সকলের মন। শুভ মহা নবমী।

415

নবমীর এই শুভ দিনটি ভরে উঠুক আনন্দে। আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা।

515

তোমাকে ও তোমার পরিবারের সকলকে সুস্থ রাখুক মা। রইল এই প্রার্থনা। শুভ মহা নবমী।

615

সকল দুঃখ ভুলে নবমীর আনন্দে মেতে উঠুক সবার মন। শুভ নবমী।

715

নবমীর দিন এল আজ, ভুলে যাও তাই সকল কাজ। নেচে ওঠো ঢাকের তালে, প্রার্থনা করি সুস্থ থাকুক সকলে।

815

শরৎ মেঘে ভাসলো ভেলা কাঁশ ফুলেতে লাগলো দোলা। জানাই মহা নবমীর প্রীতি ও শুভেচ্ছা।

915

ঢাকের ওপর পড়ুক কাঠি, নবমী কাটুক ফাটাফাটি। শুভ মহা নবমী।

1015

পুজোর দিন কাটলো ভালো জ্বলবে এবার নতুন আলো, ভালো কাটুক নবমীর দিন, মিষ্টি মুখ হবে সারাদিন। শুভ নবমী।

1115

মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক। তোমার মঙ্গল-আলোকে চারিদিক আলোকিত হোক। শুভ নবমী।

1215

মায়ের আশীর্বাদে দূর হোক, পৃথিবীর সকল দুঃখ-কষ্ট, পাপ-অন্যায়। শুভ নবমী।

1315

মা দুর্গার আশীর্বাদে তোমার মনের সকল আশা পূরণ হোক। শুভ মহা নবমী।

1415

আনন্দমুখর হোক এই নবমীর শুভ মুহূর্ত। জানাই শুভেচ্ছা। শুভ মহা নবমী।

1515

শিউলির গন্ধে মুখরিত হোক এই মহা নবমী। মনে আসুক শুদ্ধতা। শুভ নবমী।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos