মহা নবমীর এই বিশেষ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুঃখ ভুলে নবমীর আনন্দে মেতে উঠুক সবার মন। করুন এই কামনা।
শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন। শুভ্র শীতল কাশের শোভায়ে জুরাল দুই নয়ন। মহা নবমীর বার্তা হয়ে বাজছে ঢাকের সুর। দিনটি হোক আরও মধুর।
শুভ মহা নবমী। এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
দুঃখগুলো ভুলে গিয়ে মহা নবমীর আনন্দে মেতে উঠুক সকলের মন। শুভ মহা নবমী।
নবমীর এই শুভ দিনটি ভরে উঠুক আনন্দে। আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা।
তোমাকে ও তোমার পরিবারের সকলকে সুস্থ রাখুক মা। রইল এই প্রার্থনা। শুভ মহা নবমী।
সকল দুঃখ ভুলে নবমীর আনন্দে মেতে উঠুক সবার মন। শুভ নবমী।
নবমীর দিন এল আজ, ভুলে যাও তাই সকল কাজ। নেচে ওঠো ঢাকের তালে, প্রার্থনা করি সুস্থ থাকুক সকলে।
শরৎ মেঘে ভাসলো ভেলা কাঁশ ফুলেতে লাগলো দোলা। জানাই মহা নবমীর প্রীতি ও শুভেচ্ছা।
ঢাকের ওপর পড়ুক কাঠি, নবমী কাটুক ফাটাফাটি। শুভ মহা নবমী।
পুজোর দিন কাটলো ভালো জ্বলবে এবার নতুন আলো, ভালো কাটুক নবমীর দিন, মিষ্টি মুখ হবে সারাদিন। শুভ নবমী।
মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক। তোমার মঙ্গল-আলোকে চারিদিক আলোকিত হোক। শুভ নবমী।
মায়ের আশীর্বাদে দূর হোক, পৃথিবীর সকল দুঃখ-কষ্ট, পাপ-অন্যায়। শুভ নবমী।
মা দুর্গার আশীর্বাদে তোমার মনের সকল আশা পূরণ হোক। শুভ মহা নবমী।
আনন্দমুখর হোক এই নবমীর শুভ মুহূর্ত। জানাই শুভেচ্ছা। শুভ মহা নবমী।
শিউলির গন্ধে মুখরিত হোক এই মহা নবমী। মনে আসুক শুদ্ধতা। শুভ নবমী।