দেবী দুর্গার আগমণে বিনাশ হোক অশুভের, সত্যের পবিত্র স্পর্শে ভরে উঠুক এই জগত, সকলের মঙ্গল করো তুমি মঙ্গলময়ী। শুভ মহা সপ্তমী
মহা সপ্তমীর এই আনন্দের মুহূর্তে রইল আমার আন্তরিক ও উষ্ণ শুভেচ্ছা। শুভ মহা সপ্তমী।
দেবী দু্র্গা-মা গো তুমি জগৎ জননী, করো সবার ভাল...সকলের মনের কষ্ট নিয়ে, দিও খুশির আলো। শুভ মহা সপ্তমী।