লেবু দিয়ে কীভাবে কালির দাগ দূর করবেন:
লেবুর রস লাগান: অর্ধেক কাটা লেবু থেকে সরাসরি দাগের উপর রস লাগান।
আলতো করে ঘষুন: লেবুর রস যাতে দাগের ভেতরে প্রবেশ করে সেজন্য কাপড় আলতো করে ঘষুন।
৫-১০ মিনিট অপেক্ষা করুন: লেবুর অ্যাসিড যাতে দাগ ভেঙে দিতে পারে সেজন্য ৫-১০ মিনিট অপেক্ষা করুন।
পানি দিয়ে ধুয়ে ফেলুন: এবার কুসুম গরম পানি দিয়ে দাগ ধুয়ে ফেলুন।
সাবান দিয়ে ধুয়ে নিন: যদি দাগ পুরোপুরি না যায়, তাহলে হালকা ডিটারজেন্ট লাগিয়ে হাত দিয়ে ধুয়ে নিন।
রোদে শুকিয়ে নিন: প্রাকৃতিক রোদে কাপড় শুকালে দাগ পুরোপুরি দূর হয়ে যাবে।