ডিটারজেন্ট পাউডার
ডিটারজেন্ট পাউডার শুধু কাপড় কাচার জন্যই নয়, রান্নাঘরের টাইলস পরিষ্কার করার জন্যও ব্যবহার করা যেতে পারে। একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে তাতে একটু লেবুর রস, তরল ডিশওয়াশ মিশিয়ে ভালো করে ফেটান। এটি কিছুটা গরম করুন। এরপর এটি টুথব্রাশ বা কাপড়ের ব্রাশ দিয়ে টাইলসে লাগান। ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। পরে সাধারণ পানি দিয়ে ধুয়ে মুছে ফেলুন। ব্যাস, টাইলসের তেলের চিটচিটে ভাগ চলে যাবে।