Utensil Cleaning Tips : রান্নাঘরে ব্যবহৃত কড়াই ও বাসনপত্রে অনেক সময় কঠিন দাগ পড়ে। প্রথম থেকে সঠিকভাবে যত্ন না নিলে এগুলো পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। আপনার বাড়িতেও যদি কড়াইয়ে কঠিন দাগ থাকে, তাহলে কিছু ঘরোয়া জিনিস দিয়ে সহজেই পরিষ্কার করতে পারেন। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।