ফলে অনেক মহিলারা সোনার দোকানে গিয়ে পালিশ করিয়ে আনেন। কিন্তু পালিশ করার সময় গয়না থেকে সামান্য সোনা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সোনার দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে পালিশ করে সোনা কমানো কি বুদ্ধিমানের কাজ হবে? তাই এই সমস্যা এড়াতে খুব সহজে বাড়িতেই সোনা পরিষ্কার করা যেতে পারে। কীভাবে, তা এই প্রতিবেদনে জেনে নিন।