বাজারে থিকথক করছে নকল ডিম! খেলেই বারোটা বাজাছে শরীরের, আসল চিনবেন কী করে?
নকল ডিমে ভরে গিয়েছে বাজার! বাজার ছেয়ে গিয়েছে প্লাস্টিকের ডিমে। হুবহু আসল ডিমের মতো দেখতে এই নকল ডিম বাজারে ভরে গিয়েছে।
একেবারেই দেখে বোঝার উপায় নেই যে এই ডিম নকল। অনেকেই এই ডিম কিনে এনে ঠকছেন। এমনকী শরীরেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
বিশেষ ধরনের রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে এই ডিম। দেশের বহু বাজারেই বিক্রি হচ্ছে এই উপাদান।
তবে কী করে বুঝবেন যে এই ডিম আসল না নকল? খুব ভালো ভাবে লক্ষ্য করলে তফাৎ বোঝা যাবে।
আসল ডিমের খোলস হয় একটু এবড়ো-খেবড়ো কিন্তু একদম মসৃণ হয় প্লাস্টিকের ডিমের খোলস।
প্লাস্টিকের ডিম আসল ডিমের থেকে ওজনেও বেশ খানিকটা হালকা। একটু ভাল করে লক্ষ্য করলেই বোঝা যাবে।
তাই এবার ডিম কেনার আগে অবশ্যই যাথাযথ সাবধানতা ও সতর্কতা মেনে কিনতে হবে।