ফোনে চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খুলতে ভুলে যান? যেকোনও সময়ে প্রাণ যেতে পারে

ফোনে চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খুলতে ভুলে যান? যেকোনও সময়ে প্রাণ যেতে পারে

Anulekha Kar | Published : Jul 17, 2024 1:35 PM
18
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

মোবাইল ফোন ছাড়া আমরা প্রায় অচল। বাড়ির থেকে সামান্য বেরলেই আগে যেটার প্রয়োজন হয় সেটা হল মোবাইল ফোন।

28
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

অফিসের কাজও এখন মোবাইল ছাড়া হয় না। আর এই ফোন চালু রাখতে যেটা সবার আগে প্রয়োজন সেটা হল চার্জার।

38
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেলে আর কোনও কাজে লাগেনা এই ফেন। তখন ভীষণ ভাবে চার্জারের প্রয়োজন হয়।

48
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেলে আর কোনও কাজে লাগেনা এই ফোন। তখন ভীষণ ভাবে চার্জারের প্রয়োজন হয়।

58
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

তবে ফোনে চার্জ দিতে গিয়ে আমরা বেশিরভাগ সময়তেই চার্জার প্লাগে গুঁজে রাখি। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রেই সুইচ অফ করতে ভুলে যাই

68
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

সুইচ বোর্ডে লাগানো অবস্থাতেই চার্জার ফেলে রাখেন অনেকে। এমনকী সুইচটাও বন্ধ করতে ভুলে যান কেউ কেউ কেউ। এর ফলাফল অত্যন্ত খারাপ হতে পারে।

78
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

তবে এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকারক। চার্জার লাগানো থাকলে তাতে একটানা বিদ্যুৎ সংযোগ থাকে এবং এর ফলে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে।

88
চার্জ দেওয়ার পরে প্লাগ থেকে চার্জার খোলেন না?

এ ছাড়াও এনেকক্ষণ চার্জার প্লাগে গোঁজা থাকলে অ্যাডাপটার গরম হয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি ফোনের চার্জার খারাপও হয়ে যায়। এছাড়া কারেন্ট শক লাগারও ভয় থেকে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos