কেন্দ্রীয় সরকার পপকর্নের উপর জিএসটি বসিয়েছে। জেনে নিন এবার সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খেলেই কতটা খসবে পকেট!
পপকর্নে ও নেই ছাড়! এবার খাদ্য দ্রব্য পপকর্নেও বসতে চলেছে জিএসটি!
কেন্দ্রীয় সরকার এবার থেকে পপকর্নের উপর বসিয়েছে জিএসটি। স্বাদের উপর বসছে কর।
জয়সলমীরে অনুষ্ঠিত GST কাউন্সিলের ৫৫তম বৈঠকে এমন বিষ্ময়কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কি এখন থেকে স্বাদ অনুযায়ী কর আদায় করবে সরকার?
সিনেমা দেখতে গিয়ে পকেটে টান এর পাশাপাশি আবার পপকর্ন খেতে গিয়েও আলাদা করে খসবে পকেট।
GST কাউন্সিল এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে যে, ৫% GST ধার্য করা হবে।
একই সময়ে, রেডি-টু-ইট পপকর্নের উপর করের হার সম্পর্কে সম্পূর্ণ বিবরণ জেনে নিন।
সাধারণ লবণ এবং মশলা দিয়ে তৈরি পপকর্ন, যদি প্যাকেজ এবং লেবেলযুক্ত না হয়, তাহলে ৫% জিএসটি হবে।
প্যাকেজ এবং লেবেল করা হলে এই হার ১২% হবে।
ক্যারামেলের মতো চিনি দিয়ে তৈরি পপকর্নে ১৮% জিএসটি হবে।