একি! এবার থেকে পপকর্ন কিনলে দিতে হবে GST! মাথায় হাত সিনেমা প্রেমীদের

কেন্দ্রীয় সরকার পপকর্নের উপর জিএসটি বসিয়েছে। জেনে নিন এবার সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খেলেই কতটা খসবে পকেট!

Deblina Dey | Published : Dec 23, 2024 12:42 PM
110

পপকর্নে ও নেই ছাড়! এবার খাদ্য দ্রব্য পপকর্নেও বসতে চলেছে জিএসটি! 

210

কেন্দ্রীয় সরকার এবার থেকে পপকর্নের উপর বসিয়েছে জিএসটি। স্বাদের উপর বসছে কর। 

310

জয়সলমীরে অনুষ্ঠিত GST কাউন্সিলের ৫৫তম বৈঠকে এমন বিষ্ময়কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

410

তবে কি এখন থেকে স্বাদ অনুযায়ী কর আদায় করবে সরকার? 

510

সিনেমা দেখতে গিয়ে পকেটে টান এর পাশাপাশি আবার পপকর্ন খেতে গিয়েও আলাদা করে খসবে পকেট।

610

GST কাউন্সিল এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে যে, ৫% GST ধার্য করা হবে। 

710

একই সময়ে, রেডি-টু-ইট পপকর্নের উপর করের হার সম্পর্কে সম্পূর্ণ বিবরণ জেনে নিন।

810

সাধারণ লবণ এবং মশলা দিয়ে তৈরি পপকর্ন, যদি প্যাকেজ এবং লেবেলযুক্ত না হয়, তাহলে ৫% জিএসটি হবে।

910

প্যাকেজ এবং লেবেল করা হলে এই হার ১২% হবে।

1010

ক্যারামেলের মতো চিনি দিয়ে তৈরি পপকর্নে ১৮% জিএসটি হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos