
Funny Video: সোশ্যাল মিডিয়ার সবই সম্ভব। আপনি নিশ্চয়ই ঘোড়ায় চড়তে দেখেছেন অনেক মানুষকে কিন্তু কখনও বুল রাইডার দেখেছেন তাও আবার ব্যস্ত রাস্তায়। না কোনও ভুল নয় একেবারেই সত্যি। আর এই ভিডিও নিয়ে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। মহিষের ওপর উঠে সেটিতে চড়তে লাগল একটি ছেলে। এই মজার ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়া লোকজন তাদের ক্যামেরায় এই ভিডিওটি করেছে। এই ভিডিতে দেখা গিয়েছে যে সে কিভাবে মহিষের পিঠে উঠে তা নিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করেছে। এই মজার দৃশ্যে নেটিজেনরাও প্রচুর মন্তব্য করছে।
ছেলেটি মহিষে চড়েছে-
ভিডিওতে দেখা যায়, ছেলেটি প্রথমে মহিষের লাগাম ধরে তারপর লাফিয়ে তার ওপর বসে। ছেলেটি মহিষে চড়ছিল যেভাবে একজন সওয়ার ঘোড়ায় চড়ে। মহিষটি পাশ দিয়ে যাওয়া সব যানবাহনকেও ছাড়িয়ে যায়। ছেলেটি যেভাবে মহিষে চড়ছিল, তাতে স্পষ্ট বোঝা যায় যে সে ঘোড়ায় চড়াও জানে। মহিষের গতি এবং ছেলেটির ব্যালেন্স দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে। তাই পাশ দিয়ে যাওয়া লোকজন এই ঘটনার ভিডিও করতে শুরু করে।
ভিডিওটি এখানে দেখুন:
হতবাক মানুষ
এই ভিডিওটি এক্স-এ পোস্ট করা হয়েছে। মানুষ এই ভিডিওটি এত পছন্দ করছে যে এখন পর্যন্ত এটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ লাইকও করেছেন। এই ভিডিওটি The_happycurves এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এই নিয়ে মানুষ নানা মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'এমন দৃশ্য আগে কখনও দেখিনি।'