Happy maha shivratri 2025: মহাশিবরাত্রিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Feb 26, 2025, 07:52 AM IST

মহা শিবরাত্রি উপলক্ষে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে। শিবের মহিমা ও ত্যাগের প্রেরণা সকলের জীবনে প্রতিফলিত হোক এই কামনা করা হয়েছে।

PREV
110

দেবাদিদেব মহাদেব আপনার মনের সকল কামনা পূর্ণ করুক। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার সংসার।

210

শিবরাত্রিরের পূর্ণ তিথিতে ভগবান শিবের কৃপা বর্ষিত হোক আপনার ওপর। জীবন ভরে উঠুক সুখ ও শান্তিতে।

310

দেবাদিদেব ত্যাগ ও কষ্টের প্রতীক। আমাদের জীবনেও যেন তাঁর এই মহৎ গুণ প্রতিফলিত হয়। শিবরাত্রিরে জানাই শুভেচ্ছা।

410

শিবের মাথায় জল ঢেলে এই টুকু প্রার্থনা করি যেন তিনি আপনাকে ও আপনার পরিবারকে আনন্দে ও সুখে ভরিয়ে রাখে। শুভ মহাশিবরাত্রি।

510

শিবরাত্রিরের এই শুভ লগ্নে পান মহাদেবের কৃপা। তোমার সম্পূর্ণ জীবন ভরে উঠুক সুখে। পূর্ণ হোক সকল মনস্কামনা।

610

ভোলে বাবার জয় হোক। মঙ্গল হোক সকলের। শুভ মহা শিবরাত্রি।

710

ভগবান শিবের মহিমা অপার, বিপদের রক্ষাকর্তা তিনিই। তাঁর আশীর্বাদ থাকুক আপনার ওপর।

810

শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন। শিব শক্তি, শিব ভক্তি। সকলকে জানাই মহা শিবরাত্রিরের শুভেচ্ছা।

910

জয় শিব শঙ্কর, এই মহা শিবরাত্রিতে ভগবান শিব তাঁর ভক্তদের মনের ইচ্ছে পূর্ণ করুক।

1010

ওম নমঃ শিবায়। মহাদেব রক্ষা করুক সকল বিপদ থেকে। শুভ মহা শিবরাত্রি।

click me!

Recommended Stories