May Day 2024: সকল শ্রমিককে মে দিবসের একরাশ শুভেচ্ছা, রইল সেরা ১০ শুভেচ্ছা বার্তা আপনিও শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়

Published : Apr 30, 2024, 03:50 PM ISTUpdated : May 01, 2024, 12:12 AM IST

Happy May Day 2024 "ওরা কাজ করে নগরে-বন্দরে"- আপনাদের ছাড়া অচল এই সমাজ। আপনাদের কঠোর শ্রমের ফলেই গড়ে উঠেছে একের পর এক শহর বন্দর। যাদের শ্রমের কাছে হার মানে প্রখর গ্রীষ্ম, বর্ষা ও শীত। মে দিবসে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা-

PREV
110

কঠিন পরিশ্রমের ফল একদিন পাবেনই। একদিন সৌভাগ্য ও আশীর্বাদ হয়ে উঠবে এই কঠিন পরিশ্রম। মহান মে দিবসের রইল শুভেচ্ছা।

210

কঠিন পরিশ্রমের সঙ্গেই আসুক তৃপ্তি। রইল আন্তর্জাতিক মে দিবসের শুভেচ্ছা।

310

তোমার সব পরিশ্রম সার্থক হোক। সব কাজ সফল হোক। রইল মে দিবসের শুভেচ্ছা।

410

মে দিবস হল সেই দিন, যেদিন আমরা চারপাশের কঠোর পরিশ্রমী মানুষদের শ্রম ও উৎসর্গকে স্মরণ করি। সকলকে জানাই মে দিবসের শুভেচ্ছা।

510

সকল কর্মজীবী মানুষদের আগামী দিন শুভ হোক। তাই সবাইকে জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা। লিখতে পারেন এমন বার্তা।

610

আপনাদের মতো কর্মী ছাড়া দেশ আলোকিত হতে পারবে না। আপনাকে জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা।

710

প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুন্ন থাকুক। দূর হোক সকল বৈষম্য। রইল শ্রমিক দিবসের শুভেচ্ছা।

810

একমাত্র শ্রমের মাধ্যমেই সাফল্য সম্ভব। তাই আজ থেকেই শুরু হোক কঠিন পরিশ্রম। রইল মে দিবসের শুভেচ্ছা।

910

শ্রমিকদের যোগদান ছাড়া এই পৃথিবী গড়ে তোলা সম্ভব নয়। সেই সব শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

1010

কোনও কাজই ছোট নয়। তাই লক্ষ্যের প্রতি এগিয়ে যাওয়ার জন্য সব ধরনের কাজের প্রতি রইল সম্মান। শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪

click me!

Recommended Stories