রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। দীর্ঘ এক বছর অপেক্ষার পর ফের একবার ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি উপভোগ করার পালা। এই দিনটি শুরু হোক একেবারে অন্য রকম ভাবে। দিনের শুরুতে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন কেমন বার্তা পাঠাবেন।
প্রিয় বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ ও তুমি আমাকে পূর্ণ করেছ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে তোমায় জানাই শুভেচ্ছা। Happy Valentine’s Day. – আপনার মনের মানুষ যদি আপনার ভালোবাসার মানুষ হয় তাহলে এভাবে প্রকাশ করুন আপনার ভালোবাসা। দিনের শুরুতে পাঠাতে পারেন এই বার্তা।
210
সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন। তবে, আমি আমার জীবনের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। - এই স্পেশ্যাল দিনটি আরও স্পেশ্যাল করে তুলতে পাঠান এমন বার্তা। আপনার পাঠানো এই বার্তা বাড়িয়ে দেবে ভালোবাসা।
310
আমি তোমার মতো একজন অনন্য মহিলাকে পেয়ে ধন্য হয়েছি। শুভ ভ্যালেন্টাইন্স ডে। - ভালোবাসার দিন শুরু হোক একেবারে অন্য ভাবে। ভালোবাসার মানুষকে পেয়ে আপনি নিজেতে কতটা ধন্য মনে করেন তা প্রকাশ পাক আপনার কথায়।
410
তোমার প্রতি আমার ভালোবাসা কথায় প্রকাশ করা যায় না। শুধু এটুকু বলব তোমায় খুব ভালোবাসি। শুভ প্রেম দিবস। Happy Valentine’s Day. – দিনের শুরুতে ভালোবাসায় ভরা এই মেসেজ পাঠান মনের মানুষকে। প্রকাশ করুন মনের অনুভূতি।
510
কল্পনা নয়, বাস্তবে আমি তোমাকে চাই। ছলনাতে নয়, ভালোবাসাতে তোমাকে চাই। শুভ ভ্যালেন্টাইন্স ডে। তাকে আপনি কতটা ভালোবাসেন তা প্রকাশ আপনার আপনার পাঠানো মেসেজে।
610
শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই হল ভ্যালেন্টাইন্স ডে। আমি তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। Happy Valentine’s Day. - দিনের শুরুতে পাঠাতে পারেন এই বার্তা। এভাবে প্রকাশ করুন মনের ভাবনা।
710
একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটি ফুল ভোমরের জন্য। আর আমি শুধু তোমার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। - পাঠান এই বার্তা। আপনার পাঠানো এই বার্তা মন কাড়ুন আপনার ভালোবাসার মানুষের।
810
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার? আমি বলব চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত? আমি বলব আকাশে তারা আছে যত। শুভ ভ্যালেন্টাইন্স ডে।– ভ্যালেন্টাইন্স ডে-তে প্রকাশ করুন মনের ভাবনা। আপনার পাঠানো এই মেসেজে প্রকাশ আপনার মনের ভাবনা।
910
ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেকো চিরকাল। Happy Valentine’s Day. – এমন বার্তা মন কাড়বে সকলের আপনার পাঠানো এমন বার্তা একেবারে অন্য মাত্রা যোগ করুক এই দিনটিতে।
1010
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। - এই ভালোবাসা দিনে জানান মনের কথা। ভালোবাসার অঙ্গীকার করে শুরু করুন দিন।