রইল Hug Day -র ১০টি শুভেচ্ছা বার্তা, এমন বিশেষ দিনে প্রকাশ পাক আপনার মনের ভাবনা

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তারপর একে একে আসে প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, কিস ডে, হাড ডে আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। ষষ্ঠ দিনে পালিত হয় হাগ ডে। এই দিন শুভেচ্ছা জানান সকলকে।

 

Sayanita Chakraborty | Published : Feb 11, 2023 2:15 PM IST
110

কখনও কখনও একটা উষ্ণ আলিঙ্গন হাজার শব্দ প্রকাশ করতে পারে, যা ভাষায় বোঝানো যায় না।  Happy Hug Day. - ভালোবাসার প্রকাশ করতে এমন বার্তা পাঠাতে পারেন। 

210

আলিঙ্গন করলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়। মনে জমে থাকা অভিমান দূর হয়ে যায়। Happy Hug Day. - পাঠান এমন বার্তা। যা মন কাড়বে সকলের। 

310

তোমাকে জড়িয়ে থাকলে নিজেকে খুব নিরাপদ মনে হয়। মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যায়। Happy Hug Day. - পাঠান এমন বার্তা। যা মন কাড়বে সকলের। 

410

আমার হৃদয় এবং আত্মা তোমার ভালোবাসার জন্য আকুল। আমাকে শক্ত করে ধরে রাখার জন্য আমি যা চাইছি। আমি তোমায় ভালোবাসি। Happy Hug Day.

510

এসো সমস্ত বিবাদ ভুলে নতুন করে শুরু করি।  Happy Hug Day. – ভালোবাসার সপ্তাহে মনের মানুষকে এমন বার্তা পাঠাতে পারেন।

610

আমার দিন যতই খারাপ কাটুক না কেন, তোমার একটি আলিঙ্গন আমার সমস্ত দুঃখ, কষ্ট, ক্লান্তি মিটিয়ে দেয়। Happy Hug Day. - আজ মনের ভাবনার প্রকাশ করতে মনের মানুষকে এমন বার্তা পাঠাতে পারেন।

710

Happy Hug Day. তোমাকে এই ভাবেই সারাজীবন জড়িয়ে ধরে রাখতে চাই।  - আপনার পাঠানো শুভেচ্ছাবার্তায় প্রকাশ পাক মনের ভাবনা।

810

অনেক ভালোবাসা ও যত্ন দিয়ে তোমায় জানাই হাগ ডে-র শুভেচ্ছা। সারাজীবন এভাবে পাশে থেকো। Happy Hug Day. – পাঠানে পারেন এমন বার্তা। এতে প্রকাশ পাবে মনের ভাবনা।

910

তোমার ভালোবাসার পূর্ণ আলিঙ্গন আমায় প্রতিদিন অল্প অল্প করে সারিয়ে তুলছে। Happy Hug Day. - দিনের শুরুতে পাঠান এই বার্তা।

1010

খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমায় অনেক ধন্যবাদ। Happy Hug Day. - পাঠান এমন শুভেচ্ছা বার্তা। আপনার কথায় প্রকাশ আপনার মনের ভাবনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos