Holi Wishes: দোল পূর্ণিমার শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ বার্তার

দোলযাত্রার শুভেচ্ছা ও তাৎপর্যপূর্ণ বার্তা। এই উৎসব জীবনের দুঃখ দূর করে আনুক শুভ সূচনা। রঙে ভরে উঠুক মন ও কর্ম, মুছে যাক ভেদাভেদ।
Sayanita Chakraborty | Published : Mar 14, 2025 7:45 AM
110

রঙের খেলা জীবনের গভীরেও ছড়িয়ে পড়ুক। রঙে রঙে প্রকাশ পাক মনের কথা। শুভ দোলযাত্রা।

210

বসন্তের মেজাজ রঙিন করে তোলে এই দোল উৎসব। শুভ দোলযাত্রা।

310

হোলির রং যেন রাঙিয়ে তোলে দুঃখকষ্টে থাকা প্রতিটি মানুষের জীবন। শুভ দোলযাত্রা।

410

জীবনের শুভক্ষণ হয়ে আনুক দোল উৎসব। সকল অশুভ বিনাশ হয়ে শুভ সূচনা হোক। শুভ দোলযাত্রা।

510

রং যেন শুধু ত্বকে না লাগে, রং লাগুর আপনার মনে। শুভ দোলযাত্রা।

610

রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে- অক্ষরে অক্ষরে পালিত হোক রবীন্দ্রনাথের গানের লাইন। শুভ দোলযাত্রা।

710

রঙের মধ্যে দিয়ে মুছে যাক সকল ভেদাভেদ। আনন্দ বয়ে আনুক এই উৎসব। শুভ দোলযাত্রা।

810

তোমার জীবন আবিরের ছোঁয়ায় আরও উজ্জ্বল ও রঙিন হয়ে উঠুক। শুভ দোলযাত্রা।

910

দোলযাত্রা এক বিশাল উৎসব। এই উৎসব দূর করুক জীবনের সকল দুঃখ। শুভ দোলযাত্রা।

1010

দোল পূর্ণিমার শুভ তিথিতে জানান শুভেচ্ছা। শুভ হোক এই উৎসব।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos