রঙের খেলা জীবনের গভীরেও ছড়িয়ে পড়ুক। রঙে রঙে প্রকাশ পাক মনের কথা। শুভ দোলযাত্রা।
বসন্তের মেজাজ রঙিন করে তোলে এই দোল উৎসব। শুভ দোলযাত্রা।
হোলির রং যেন রাঙিয়ে তোলে দুঃখকষ্টে থাকা প্রতিটি মানুষের জীবন। শুভ দোলযাত্রা।
জীবনের শুভক্ষণ হয়ে আনুক দোল উৎসব। সকল অশুভ বিনাশ হয়ে শুভ সূচনা হোক। শুভ দোলযাত্রা।
রং যেন শুধু ত্বকে না লাগে, রং লাগুর আপনার মনে। শুভ দোলযাত্রা।
রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে- অক্ষরে অক্ষরে পালিত হোক রবীন্দ্রনাথের গানের লাইন। শুভ দোলযাত্রা।
রঙের মধ্যে দিয়ে মুছে যাক সকল ভেদাভেদ। আনন্দ বয়ে আনুক এই উৎসব। শুভ দোলযাত্রা।
তোমার জীবন আবিরের ছোঁয়ায় আরও উজ্জ্বল ও রঙিন হয়ে উঠুক। শুভ দোলযাত্রা।
দোলযাত্রা এক বিশাল উৎসব। এই উৎসব দূর করুক জীবনের সকল দুঃখ। শুভ দোলযাত্রা।
দোল পূর্ণিমার শুভ তিথিতে জানান শুভেচ্ছা। শুভ হোক এই উৎসব।
Sayanita Chakraborty