বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর কিছু উপায়:
১. গোলমরিচের তেল
আপনার শোবার ঘাম বা রান্নাঘরে ইঁদুর ঢুকলে তা তাড়ানোর জন্য গোলমরিচের তেল ব্যবহার করতে পারেন। কারণ ইঁদুর গোলমরিচের তীব্র গন্ধ পছন্দ করে না। একটি স্প্রে বোতলে পানি ভরে তাতে ১০ ফোঁটা গোলমরিচের তেল মিশিয়ে ইঁদুর যেখানে থাকে সেখানে ভালো করে স্প্রে করুন। এভাবে করলে গন্ধে ইঁদুর সেই জায়গা ছেড়ে পালিয়ে যাবে।
২. ফিটকিরি
ইঁদুর ফিটকিরির গন্ধ পছন্দ করে না। তাই ফিটকিরি ভালো করে গুঁড়ো করে ইঁদুর যেখানে থাকে সেখানে ছিটিয়ে দিন। ইঁদুর ফিটকিরির গুঁড়ো শুঁকে নিলেই আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। যদি আপনার কাছে ফিটকিরি না থাকে তাহলে কর্পূরও ব্যবহার করতে পারেন। কারণ কর্পূরের গন্ধ ইঁদুর পছন্দ করে না।