প্রতিটি বাড়িতেই চাল, ডাল থাকে। বেশিরভাগ মানুষই এগুলো বেশি পরিমাণে কিনে রাখেন। তবে, আমরা যতই সাবধানে রাখি না কেন, চাল, ডালে পোকা হয়। এই পোকা দূর করা বেশ কঠিন। তবে, কিছু সহজ উপায়ে এই পোকা দূর করা সম্ভব। চাল, ডালে কিছু জিনিস রাখলে পোকা আর আসবে না। আর যদি থেকেও থাকে, তাহলেও भागতে বাধ্য। কি সেই টিপস, চলুন জেনে নেওয়া যাক...