অসুস্থতা: অসুস্থ থাকাকালীন আপনার ব্যবহৃত বিছানার চাদরে নানা ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া জমা হয়। তাই সুস্থ হওয়ার পর অবশ্যই চাদর ধুয়ে ফেলুন। তাহলেই আপনার আবার অসুস্থ হওয়ার ঝুঁকি কমবে।
নিয়মিত বিছানার চাদর ধোয়া কেন গুরুত্বপূর্ণ?
স্বাস্থ্য: সুস্থ থাকতে এক থেকে দুই সপ্তাহ অন্তর বিছানার চাদর ধোয়া উচিত। কারণ আমাদের ত্বক থেকে ঘাম, মৃত কোষ, তেল, অন্যান্য পদার্থ প্রতি রাতে বিছানার চাদরে জমা হয়। এগুলো দিনের পর দিন জমতে থাকে। এর ফলে বিছানার চাদরে ব্যাকটেরিয়া, অন্যান্য জীবাণু জন্মায়। এগুলো থেকে ত্বকের সংক্রমণ, অ্যালার্জি সহ নানা রোগ হতে পারে।