কাচের দরজা জানলা পরিষ্কার করতে নাজেহাল? মুশকিল আসান করবে ঘরোয়া এই কৌশল

Published : Jul 02, 2025, 07:38 PM IST
Try these 6 creative, simple ways for reusing your used tea bags

সংক্ষিপ্ত

কাচের জানলা, দরজা, শোকেস ঝকঝকে রাখতে চান? দামি কেমিক্যাল নয়, চায়ের পাতাই যথেষ্ট! জেনে নিন কীভাবে।

বাড়ির কাচের জানলা, দরজা, শোকেসের কাচ কিংবা কাচের শো'পিস —এগুলো ঝকঝকে না থাকলে ঘরের সৌন্দর্য অনেকটাই কমে যায়। ছুটির দিনে ভীষণ সাবধানে এই কাচের জিনিসগুলো পরিষ্কার করতে হিমশিম খেতে হয়, কেটে যায় আধটা বেলা। আবার বাজারচলতি কেমিক্যাল ক্লিনার যেমন দামি, তেমনই অনেক সময় কাচের ক্ষতি করে, ফেড হয়ে যেতে পারে কাচ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনার ব্যবহার করা রোজকার চায়ের পাতাই হতে পারে কাচ পরিষ্কারের এক দারুণ ঘরোয়া উপায়!

কাচ পরিস্কারে কীভাবে ব্যবহার করবেন চা পাতা?

মিশ্রণ তৈরির উপকরণ

* ১০টি মতো ব্যবহৃত বা নতুন টি ব্যাগ, আর খোলা ছা পাতা নিলে ২-৩ চামচ চা পাতা যথেষ্ট। * ৩০০ মিলিলিটার জল * একটা স্প্রে বোতল

যেভাবে তৈরী করবেন

প্রথমে জলে চা পাতা বা টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। চায়ের লিকার তৈরি হলে ঠান্ডা করে নিতে হবে। এবার লিকার ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন।

ব্যবহারবিধি

ময়লা, দাগ লেগে থাকা কাচের জানলা, দরজা, শো'পিস বা আসবাবপত্রে চায়ের মিশ্রণ স্প্রে করুন আগে। এবার অন্তত ১০ মিনিট রেখে দিতে হবে দাগ আলগা হয়ে যাওয়ার জন্য। এরপর পাতলা শুকনো কাপড় বা পুরনো খবরের কাগজ দিয়ে মুছে ফেলুন ভালো করে। কাচে জমে থাকা দাগ, আঙুলের ছাপ বা ধুলোর আস্তরণ দূর করতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর।

তবে সাবধানে, জোরে চাপ দিলে কাচ ভেঙে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। আর কাগজ ব্যবহার করলে একটু কম মিশ্রণ স্প্রে করুন, না হলে কাগজ ভিজে গিয়ে কাচে লেগে থাকবে, পরিষ্কারে অসুবিধা হতে পারে।

কেন এই পদ্ধতি কার্যকর?

চা পাতায় থাকা প্রাকৃতিক ট্যানিন উপাদান কাচের ময়লা, তেল ও দাগ সহজে গলিয়ে দেয়। কেমিক্যাল ক্লিনারের চেয়ে এটি অনেক বেশি পরিবেশবান্ধব ও নিরাপদ।

সারাংশ বাড়ির কাচের জানলা, দরজা বা আসবাবপত্র পরিষ্কার রাখতে আর দামি কেমিক্যাল ক্লিনার লাগবে না। চায়ের পাতাই করবে কামাল। এই প্রতিবেদনে বিশদ দেওয়া রইলো।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে