Washing Clothes: সাদা জামার দাগ তুলতে বাইরের কেমিক্যাল নয়! ভরসা করুন ঘরোয়া পদ্ধতিতে

Published : Nov 27, 2025, 01:14 AM IST
Washing Clothes

সংক্ষিপ্ত

Washing Clothes:  কখনও মাংসের ঝোলের ছিটের দাগে সাদা টি-শার্টের বারোটা বাজার ঘটনা হামেশাই ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই জেদি দাগ তোলা সম্ভব হয় না। এমনকী ওয়াশিং মেশিনেও দাগ ওঠে না। এই অবস্থায় কয়েকটি ঘরোয়া টোটকা মেনে দেখুন।

Washing Clothes:  কেচে-ধুয়ে পরিষ্কার করা সাদা পোশাকটি বার করে দেখলেন, তাতে তখনও লেগে পুরনো হলদেটে দাগ! হয়তো অসাবধানে বিয়েবাড়িতে তেলমশলাদার খাবার পড়ে থাকবে। কিংবা গরমে ঘামর দাগ থেকেও সাদা জামায় হলদেটে ছোপ ধরে। সেই দাগ তোলার জন্য কাচতেও দিয়েছিলেন লন্ড্রিতে। কিন্তু তাতে দাগ হালকা হলেও পুরোপুরি ওঠেনি। তা বলে কি দাগের জন্য পোশাক বাতিল করতে হবে? মোটেই না। পুরনো দাগ তোলার তিনটি মোক্ষম উপায় জানা থাকলে অন্তত সাদা পোশাকে লাগা দাগ নিয়ে ভাবতে হবে না।

পুরনো দাগ তোলার তিনটি মোক্ষম উপায়

১) মাজন: জামার মধ্যে লেগে থাকা হলুদের গাড়ো দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন মাজন। আবার অনেকেই এই দাঁত মাজার মাজনের মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিন। কারণ মাজন ও নুন একসঙ্গে মিশিয়ে দাগ ধরা জায়গায় ভালোভাবে ঘষে নিলে হলুদের যদি দাগ উধাও হয়ে যাবে। পাশাপাশি জামার রং একই থাকবে।

২) ভিনিগার: সাদা ভিনিগার দাগ তুলতে ওস্তাদ। চা-কফি-ওয়াইনের দাগের মতো জোরালো দাগকেও সহজেই দূর করতে পারে সাদা ভিনিগার। কাপড়ও রাখে নরম। যতটা ভিনিগার নেবেন তার সঙ্গে তার তিনগুণ জল মেশান। এ বার দাগ লাগা পোশোকটি ওই তরলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে ব্রাশে করে দাগ লাগা জায়গাটি ঘষে পরিষ্কার করে নিন। এ বার সাধারণ জলে ধুয়ে ফেলুন।

৩) বেকিং সোডার মিশ্রণ : বেকিং সেডা পুরনো দাগ তোলার ক্ষেত্রে দারুণ কার্যকরী। বিশেষ করে ঘামের দাগ বা খাবারের দাগ হলে বেকিং সোডার মতো সমাধান দু’টি হয় না।চার টেবিলচামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিলচামচ জল মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। দাগ লাগা জায়গাটিতে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন। তার পরে একটি ব্রাশ অথবা আঙুল দিয়ে হালকা হাতে ঘষে দিন। ৩০ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। পোশাকের ক্ষতি না করেই দাগ দূর হবে।

হাইড্রোজেন পারক্সাইডকে বাসন ধোয়ার তরল সাবানের সঙ্গে মিশিয়ে

৪) হাইড্রোজেন পারক্সাইড : হাইড্রোজেন পারক্সাইড হল এক ধরনের ব্লিচিংয়ের উপাদান। তবে রঙিন জামাকাপড়ের দাগ তোলার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করলে রং নষ্ট হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সাদা জামায় যে হলদেটে ছোপ পড়ে, তা দূর করার জন্য এটি উপযোগী। পাশাপাশি, খাবারের দাগ বা যেকোনও ধরনের পুরনো জোরালো দাগও সহজে ওঠানো যায় হাইড্রোজেন পারক্সাইড দিয়ে। হাইড্রোজেন পারক্সাইডকে বাসন ধোয়ার তরল সাবানের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণ দিয়ে দাগ লাগা জায়গাটি ভিজিয়ে নিন। ১৫-৩০ মিনিট পর্যন্ত ও ভাবেই রেখে দিন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

৫) লেবুর রস: জামার মধ্যে লেগে থাকা হলুদের দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন লেবুর রস। কারণ লেবুর মধ্যে থাকা অ্যাসিড এই দাগ তুলতে পারে। তবে মনে রাখবেন বেশিক্ষণ লেবুর রস মিশিয়ে জামা রাখবেন না। এতে জামার কাপড় খারাপ হয়ে যেতে পারে। মিনিট ১৫ ওই দাগের ওপরে লেবুর রস ভালোভাবে ঘষে নিলে জেদি দাগ উঠে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতে নানা রকম ডালিয়া পেতে প্রয়োজন গাছের সঠিক পুষ্টি, জানুন কোন খাবারে ফুটবে বাগান ভর্তি ডালিয়া
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়