বিজয়া দশমীতে সাধের সাদা শাড়িতে সিঁদুরের দাগ লেগে নষ্ট? এক ক্লিকে জানুন সহজেই রঙ তোলার উপায়

Published : Oct 02, 2025, 09:03 PM IST
Bijoya Dashami

সংক্ষিপ্ত

Lifestyle Tips: সিঁদুরের রং শাড়িতে লাগল উঠতে চায় না, তাহলে কি করবেন জেনে নিন তার উপায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Lifestyle Tips: পঞ্জিকা অনুযায়ী পুজো শেষ। এ বার মায়ের বিদায়ের পালা। সিঁদুরে রাঙা উমা ফিরবেন বাড়ি। উৎসব শেষে তাই মনখারাপের পাশাপাশি সিঁদুর খেলা নিয়ে একরাশ উন্মাদনাও থাকে। পরস্পরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার ফাঁকে শাড়িও লাল হয়ে ওঠে। আলমারিতে সযত্নে রাখা লালপেড়ে সাদা শাড়িটি পরেই সিঁদুর খেলতে যান অনেকেই। সেই শাড়িতে সিঁদুর লাগলে মনের মধ্যে একটা খচখচ করে। তবে শাড়ি থেকে দাগ দূর করারও কিছু উপায় রয়েছে। মেনে চললে সাদা শাড়ি ফের ধবধবে হয়ে উঠবে।

কীভাবে তুলবেন শাড়ির রঙ? 

* এদিন অধিকাংশই সাদা শাড়ি বা সাদা-লাল পাড় শাড়ি বেছে নেন। সিঁদুর খেলার সময়ে মূলত শাড়ির আঁচলের উপরেই অধিকাংশ সিঁদুর পড়ে যায়। কপাল এবং গালে সিঁদুর লাগানোর সময়েই এই ঘটনা ঘটে। এছাড়াও হাতের আঙুলের তেল সিঁদুরের ছাপ বেখেয়ালে শাড়িতে লেগে যায়। তখন খেয়াল না থাকলেও পরে সবই চোখে পড়ে। কিন্তু ততক্ষণে সাদা শাড়ির উপর সিঁদুরের লাল দাগ চেপে বসে। তখন সেই দাগ তোলা কিন্তু সহ কাজ নয়!

* শাড়ির যে অংশে সিদুঁর পড়েছে, প্রথমে সেই অংশ থেকে বাড়তি সিঁদুর ঝেরে ফেলে দিন। এরপর একটি সুতির কাপড় দিয়ে ওই অংশের সিঁদুর আলতো করে মুছে নিন। এতে অতিরিক্ত সিঁদুর পরিষ্কার হয়ে যাবে। শাড়ির সেই অংশ থেকে যেন অন্যান্য জায়গাতে সিঁদুর না লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। এরপর পরবর্তী ধাপগুলি ফলো করুন।

* শাড়ি ভালো রাখতে স্পট ক্লিনিং বেশ কার্যকরী। এক্ষেত্রে শাড়ির যে অংশে সিঁদুর লেগেছে, ঠিক সেই অংশটুকুই পরিষ্কার করুন। সম্পূর্ণ শাড়ি জল দিয়ে কাচার প্রয়োজন নেই। সুতির শাড়ি বাড়িতেই কাচতে পারেন, কিন্তু সিল্কের শাড়ি জল দিয়ে ধুলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন ভুল এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। তবে স্পট ক্লিনিং করা যেতেই পারে। কিন্তু সেই অপশন না থাকলে তো আপনাকে শাড়িটি কাচতেই হবে।

* শাড়ির যে অংশে সিঁদুরের দাগ রয়েছে, সেই অংশটা জল দিয়ে ভিজিয়ে নিন। তারপর লিকুইড ডিটারজেন্ট লাগান। ভালো করে স্থানটি ঘষুন। এরপর জল দিয়ে ধুয়ে নিন। এতে রং অনেকটাই উঠে যাবে। এই পদ্ধতি আরও একবার রিপিট করুন। এরপরে একটা বালতিতে পরিমাণ মতো জল নিন। সুতির শাড়ি হলে গরম জলও ব্যবহার করতে পারেন। এবার জলে পরিমাণ মতো ডিটারজেন্ট মেশান। তারপর শাড়ি ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর শাড়ি তুলে ভালো করে ঘষে ধুয়ে নিন। এতেই শাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর শাড়িটি শুকিয়ে যাওয়ার পরে ইস্ত্রি করে নিতে ভুলবেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়