এভাবে ফোনের স্ক্রিন পরিষ্কার করলেই মিনিটের মধ্যে খারাপ হয়ে যাবে! অজান্তে এই ভুল কখনও করবেন না

Published : Sep 03, 2024, 11:01 PM IST

এভাবে ফোনের স্ক্রিন পরিষ্কার করলেই মিনিটের মধ্যে খারাপ হয়ে যাবে! অজান্তে এই ভুল কখনও করবেন না

PREV
18
ফোনের স্ক্রিন পরিষ্কারের সঠিক উপায় জানেন?

সঠিক ভাবে ফোন পরিষ্কার না করলেই যন্ত্র বিকল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ঠিক কী ভাবে ফোন পরিষ্কার করবেন তা জেনে রাখতে হবে।

28
ফাইবার কটন

ফোনের স্ক্রিন পরিষ্কার করতে ফাইবার কটন ব্যবহার করুন। এতে ফোনে ঘষা লাগার আশঙ্কা কম থাকে।

38
জল ব্যবহারে মারাত্মক বিপদ

জল দিয়ে ফোনের স্ক্রিন মুছলেই তা খারাপ হওয়ার আশঙ্কা থাকে। তাই ফোন পরিষ্কার করতে কখনই জল ব্যবহার করা উচিত নয়।

48
ফোনের স্ক্রিন পরিষ্কারের সঠিক উপায় জানেন?

মেকআপ রিমুভার ব্যবহার করা চলবে না এতে স্ক্রিন জ্যামেজ হয়ে যেতে পারে। 

58
ফোনের স্ক্রিন পরিষ্কারের সঠিক উপায় জানেন?

তবে বাজার থেকে কেনা দামি ফোন ক্লিনার ব্যবহার করা অত্যন্ত নিরাপদ।

68
ফোনের স্ক্রিন পরিষ্কারের সঠিক উপায় জানেন?

ডেটলে বেনজিন থাকে তাই ডেটল দিয়েও ফোনের স্ক্রিন পরিষ্কার করা চলবে না।

78
ফোনের স্ক্রিন পরিষ্কারের সঠিক উপায় জানেন?

একটা কটনে সামান্য টুথপেস্ট নিয়ে ঘষে পরিষ্কার করতে পারেন।

88
ফোনের স্ক্রিন পরিষ্কারের সঠিক উপায় জানেন?

এ ছাড়া অ্যান্টি ব্যাকটেরিয়াল লিক্যুইড ফোন পরিষ্কারের জন্য অত্যন্ত উপকারী।

click me!

Recommended Stories