পুজোর আগে ত্বকে জেল্লা বাড়াতে কে না চায়! এই সময় স্কিন কেয়ারের দিকে নজর দেন সকলেই। তবে শুধু ত্বকের যত্ন নিলেই হবে না এর পাশাপাশি জলপানের দিকেও ভালোমতো নজর দিতে হবে।
28
এই জল খেলেই চমকাবে ত্বক!
তবে শুধু জল পানের পাশাপাশি ডিটক্স ওয়াটার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভীষণ সাহায্য করে। পুজো আসার এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তাই এই সময় এইসব ডিটক্স ওয়াটার মারাত্মক কার্যকরী হতে পারে।
38
এই জল খেলেই চমকাবে ত্বক!
বেশ কিছু ডিটক্স পানীয় রয়েছে যা শরীর ঝরঝরে করতে ভীষণ সাহায্য করে। ত্বকও মারাত্মক উজ্জ্বল করে দেয়। এই পানীয় বানাতে শসা, লেবু, আদা, তরমুজের সাহায্য নিতে পারেন।
48
এই জল খেলেই চমকাবে ত্বক!
কাচের বোতলে জল নিয়ে তাতে ১ টা মাঝারি সাইজের শসা ও লেবু গোল গোল করে কেটে নিয়ে ডুবিয়ে দিতে হবে। এবার এই জল সারারাত ভিজিয়ে রাখতে হবে। এবার এই জল সারাদিন চুমুক দিয়ে দিয়ে খেতে হবে।
58
এই জল খেলেই চমকাবে ত্বক!
জলে আদা কুচি ও পুদিনা পাতা ডুবিয়ে রাখুন সারা রাত। এবার সেই জল সারাদিন ধরে অল্প অল্প করে পান করলেই তা ডিটক্সিফিকেশনের কাজ করবে।
68
এই জল খেলেই চমকাবে ত্বক!
জলে তরমুজের টুকরো, পুদিনা পাতা ও লেবু গোল গোল করে কেটে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। এবার এই জল চুমুক দিয়ে খেলেই ব্যাস ত্বক হবে জেল্লাদার।
78
এই জল খেলেই চমকাবে ত্বক!
এইসব ডিটক্স ওয়াটার ত্বক স্বাস্থ্যবান করতে ভীষণ সাহায্য করে এ ছাড়া মেটাবলিজমও ঠিক রাখে।
88
এই জল খেলেই চমকাবে ত্বক!
এ ছাড়া জিরার জলও অত্যন্ত উপকারী একটি ডিটক্স ওয়াটার হিসাবে পরিচিত।