কোন কোন দেশের জাতীয় পাখি মুরগি? এই প্রশ্নের উত্তর জানেন না অধিকাংশ মানুষই

কোন কোন দেশের জাতীয় পাখি মুরগি? এই প্রশ্নের উত্তর জানেন না অধিকাংশ মানুষই

Anulekha Kar | Published : Sep 12, 2024 10:37 AM
17
কোন দেশের জাতীয় পাখি মুরগি?

মুরগির মাংস ছাড়া খাবার হজম হয় না এমন মানুষের সংখ্যা কম নেই। মুরগির মাংস খেতে ভীষণ ভাল বাসেন এমন মানুষের সংখ্যা কম নেই।

27
কোন দেশের জাতীয় পাখি মুরগি?

তবে মোরগ শুধু খাবার হিসাবেই নয়, এই পাখি একটি দেশের জাতীয় পাখিও বটে।

37
কোন দেশের জাতীয় পাখি মুরগি?

প্রতিটি দেশেরই একটি নির্দিষ্ট জাতীয় পশু বা জাতীয় পাখি রয়েছে। আমাদের দেশের জাতীয় পাখি ময়ূর।

47
কোন দেশের জাতীয় পাখি মুরগি?

তেমনি 'মোরগ'ও একটি দেশের জাতীয় পাখি। সেই দেশের নাম জানেন?

57
কোন দেশের জাতীয় পাখি মুরগি?

এবার আসা যাক প্রশ্নের উত্তরে। জানলে অবাক হবেন আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় পাখি হল মুরগি।

67
কোন দেশের জাতীয় পাখি মুরগি?

আগে এর নাম ছিল সিলন জঙ্গলফাউল। এই পাখি শুধু শ্রীলঙ্কার বিভিন্ন বনাঞ্চলে পাওয়া যায়। এটি একটি প্রজাতির মুরগি। এটি একটি বন্য পাখি সর্বভুক অর্থাৎ তৃণভোজী এবং মাংসাশী উভয়ই। বন্য মুরগির দৈর্ঘ্য প্রায় ৩৫ সেন্টিমিটার এবং ওজন ৫১০ থেকে ৬৪৫ গ্রাম।

77
কোন দেশের জাতীয় পাখি মুরগি?

জানলে অবাক হবেন যে শ্রীলঙ্কা ছাড়াও ইউরোপের দেশ ফ্রান্সের জাতীয় পাখি মোরগ। এখানে গ্যালিক মুরগি এক ধরনের বন্য পাখিকে জাতীয় পাখি বানানো হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos