Independence Day 2025: কোথায় প্রথম উত্তোলিত হয় তেরঙ্গা? রইল জাতীয় পতাকা সম্পর্কে অজানা পাঁচ তথ্য

Published : Aug 06, 2025, 12:37 PM IST

স্বাধীনতা দিবস উপলক্ষে জেনে নিন ভারতীয় জাতীয় পতাকা, তেরঙ্গা সম্পর্কে কিছু অজানা তথ্য। ১৯০৪ সালে ভগিনী নিবেদিতার ডিজাইন থেকে শুরু করে বর্তমান তেরঙ্গা, এর রং এবং এর তাৎপর্য সম্পর্কে জানুন।

PREV
16

হাতে গোনা মাত্র আর কটা দিন। তারপরই পালিত হবে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগেই। ২০০ বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে ভারত।

26

১৯৪৭ সালের পর ১৫ অগস্ট দিনটি শুধু ভারতে নয়। আরও পাঁচটি দেশে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। তা হল কঙ্গো, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লিচেনস্টাইন এবং বাহরিনে। স্বাধীনতা দিবসের পূর্বে জেনে নিন কিছু অজানা তথ্য। তেরেঙ্গা নিয়ে রইল নানান অজানা কথা। জেনে নিন।

36

স্বাধীনতার বহু বছর আগে অর্থাৎ ১৯৬০ সালের ৭ অগস্ট কলকাতার পারসি বাগান স্কোয়ারের প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। বর্তমানে যে রং জাতীয় পতাকায় রয়েছে, তা সে সময় ছিল না।

46

গেরুয়া, সাদা এবং সবুজ রঙের বদলে প্রথমে জাতীয় পতাকায় শোভা পেত লাল, হলুদ ও সবুজ রং। ১৯০৪ সালে পতাকাটি ডিজাইন করেছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা। জাতীয় পতাকার দৈর্ঘ্য হল ১৮ ফুট আর প্রস্থ হল ১২ ফুট।

56

১৯৩১ সালের জাতীয় পতাকা হিসেবে তেরঙ্গাটিকে কংগ্রেস অধিবেশনে গ্রহণ করে হয়েছিল। তবে, সেই সময় পতাকার মধ্যস্থলে অশোক চক্রের পরিবর্তে ছিল মহাত্মা গান্ধীর চড়কা। এটি জাতীয় কংগ্রেসের পতাকা হিসেবে গ্রহণ করা হয়েছিল।

66

ভারতের জাতীয় পতাকা কেবল একটি স্থানেই তৈরি করা হয়। তেরঙ্গার যে তিনটি রং আছে তার মধ্যে গেরুয়া হচ্ছে শক্তি ও সাহসের প্রতীক, মাঝে সাদা শান্তি এবং সত্যের প্রতীক হল সবুজ।

Read more Photos on
click me!

Recommended Stories