২. যেকোনো মাধ্যমের কোনো পোস্টে কখনওই লোকেশন ট্যাগ করবেন না। আপনি কোথায় বেড়াতে বা খেতে যান বা গেছেন , সেই ছবি দিলেও লোকেশন জানাবেন না।
৩. এতো বছরে রক্ত জল করে নিজের সাধের বাড়ি গড়িয়েছেন সেই সুখবর সবার সাথে ভাগ করে নিতে ইচ্ছে করে জানি। তবে নিজের বাড়ির ছবি, ঠিকানা বা বাড়ির নম্বর, কোনো ল্যান্ডমার্ক এর উল্লেখ করবেন না।