রোজ চিকেন খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়? নিয়মিত মুরগির মাংস খেলে কী কী হতে পারে, জানলে চমকে যাবেন

রোজ চিকেন খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়? নিয়মিত মুরগির মাংস খেলে কী কী হতে পারে, জানলে চমকে যাবেন

Anulekha Kar | Published : Sep 11, 2024 4:03 PM IST

17
রোজ চিকেন খাওয়া কতটা খারাপ?

মুরগির মাংস খেতে অনেকেই ভালবাসেন। আবার সপ্তাহের মধ্যে বেশির ভাগ দিনই পাতে মাংস থাকে এমন মানুষের সংখ্যা কম নেই। সেক্ষেত্রে রোজ মাংস খেলে কী কী হয় জানেন?

27
রোজ চিকেন খাওয়া কতটা খারাপ?

চিকেন বা মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাই অত্যাধিক পরিমাণে চিকেন খেলে শরীরে প্রোটিনের মাত্রা বেড়ে যেতে পারে।

37
রোজ চিকেন খাওয়া কতটা খারাপ?

বদ হজমের সমস্যা মারাত্মক ভাবে বেড়ে যেতে পারে। হজম ক্ষমতা লোপ পেতে পারে রোজ চিকেন খেলে। 

47
রোজ চিকেন খাওয়া কতটা খারাপ?

অম্বল বা অ্যাসিডিটির সমস্যা ভীষণ বাবে বেড়ে যায় রোজ চিকেন খেলে। 

57
রোজ চিকেন খাওয়া কতটা খারাপ?

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে চিকেন। কন্সটিপেশন রোগীদের একেবারেই রোজ চিকেন খাওয়া উচিত নয়।

67
রোজ চিকেন খাওয়া কতটা খারাপ?

কোলেস্টেরল বেড়ে যাওয়ারও একটা অন্যতম কারণ হল রোজ চিকেন খাওয়া। 

77
রোজ চিকেন খাওয়া কতটা খারাপ?

হৃদরোগের সমস্যা ভীষণ ভাবে বাড়িয়ে দিতে পারে নিয়মিত মুরগির মাংস খাওয়ার অভ্যাস। তাই হৃদয় ভাল রাখতে রোজ মুরগির মাংস খাবেন না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos