Jamai Sasthi 2024 সকল জামাই-কে জানান শুভেচ্ছা, রইল ১০ টি সেরা জামাই স্পেশাল শুভেচ্ছা বার্তার হদিশ

এবার থেকে জামাই ষষ্ঠীর প্রস্তুতি নিন আগে থেকে। জেনে নিন কী লিখবেন মেসেজ। রইল ১০ টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ।

 

Deblina Dey | Published : Jun 11, 2024 5:26 PM / Updated: Jun 12 2024, 10:03 AM IST
110

‘দই, মিষ্টি আর পাঁপড় ভাজা। আনন্দ উৎসবে হবে খুব মজা। শুভ জামাই ষষ্ঠী।’

210

‘শঙ্খ আর উলুধ্বনি, জামাই আসবে এখনই। রইল জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। শুভ কাটুক এই বিশেষ দিনটি।’

310

মা ষষ্ঠীর আশীর্বাদে, সুখে কাটুক এই দিন সবার সুবাদে। শুভ জামাই ষষ্ঠী। রইল আন্তরিক শুভেচ্ছা।’

410

‘জ্যোষ্ঠী মাসের স্পেশ্যাল ষষ্ঠী, জমে উঠুক জামাই ষষ্ঠী। রইল জামাই ষষ্ঠীর শুভেচ্ছা।’

510

‘আসবে জামাই আজ বাড়িতে, হৈচৈ তাই সবাই করে, করবে খাতির সবাই মিলে, আসলো জামাই অনেক দিন পরে। শুভ জামাই ষষ্ঠী।’

610

‘জামাই ষষ্ঠীর শুভক্ষণে, শাশুড়ি জামাইয়ের স্নেহ ভালোবাসায়, প্রতিটি সম্পর্ক হয়ে উঠুক আরও সুন্দর। সকলকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা।’

710

‘আজ ঘরে এলো জামাই। শ্বশুরমশাই তাই কাজে দিল কামাই। জামাই আদরে শাশুড়ি মা রান্না করছে রকমারি। ওরে আজ যে শুভ দিন আজ শুভ জামাই ষষ্ঠী।’

810

‘জামাই বাবা এসেছে বড়, খাতির যত্ন তাই বড়সড়। পদ্মা থেকে ভেটকি ইলিশ, সঙ্গে গলদা আছে পনেরো-বিশ।।

910

‘আসবে জামাই আজ বাড়িতে, হইচই তাই সবাই করে, করবে খাতির সবাই মিলে, আসলো জামাই বছর পরে। শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা।’

1010

‘এনেছি ইলিশ টাকটা তাজা, আসছে আমার জামাই রাজা। খুশিতে আমার মন রয় না। জামাই আমার খাঁটি সোনা। শুভ জামাই ষষ্ঠী।’

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos