Jamai Sasthi: জামাইষষ্ঠীর শুভেচ্ছা বার্তায় থাকুক নতুনত্বের ছোঁয়া, রইল সেরা ১০ উইশ

Published : May 31, 2025, 05:39 PM IST

Jamai Sasthi: জামাইষষ্ঠী উপলক্ষে জানান শুভেচ্ছা ও ভালোবাসা। জামাইয়ের দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি এবং পরিবারের কল্যাণ কামনা করে পাঠান শুভেচ্ছা বার্তা। দেখে নিন শুভেচ্ছা বার্তায় কী লিখবেন। 

PREV
110

জামাইষষ্ঠীর সুন্দর দিনটা ভরে উঠুক আনন্দে। রইল অনেক অনেক শুভেচ্ছা।

210

আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা সকল ইচ্ছা পূরণ হোক। শুভ জামাই ষষ্ঠী।

410

আসবে জামাই আজ বাড়িতে, হইচই তাই সবাই করে, করবে খাতির সবাই মিলে। আসলো জামাই বছর পরে।

510

জামাই ষষ্ঠীর শুভক্ষণে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।

610

মা ষষ্ঠীর কাছে তোমার সুখ সমৃদ্ধির প্রার্থনা করি। সন্তানকে নিয়ে দীর্ঘজীবী হও। শুভ জামাই ষষ্ঠী।

710

প্রতি বছর যেন আজকের দিনটি বার বার আসে, পরের বছর আশা করি, তুমি বাড়ি আসতে পারবে। জামজমাট করে পালন হবে তখন।

810

মা ষষ্ঠীর কাছে সব সময় তোমার প্রার্থনা করি। তিনি যেন তোমাকে ও পরিবারের সকলকে ভালো রাখেন।

910

জামাইয়ের কল্যাণের কথা ভেবেই এই বিশেষ দিন। দীর্ঘজীবী ও সুখী হও। এই কামনা করি।

1010

সমস্ত দুঃখ যেন তোমার জীবন থেকে শত যোজন দূরে থাকে। জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল।

Read more Photos on
click me!

Recommended Stories