জামাইষষ্ঠীর সুন্দর দিনটা ভরে উঠুক আনন্দে। রইল অনেক অনেক শুভেচ্ছা।
আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা সকল ইচ্ছা পূরণ হোক। শুভ জামাই ষষ্ঠী।
রইল জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। দিনটি কাটুক আনন্দে।
আসবে জামাই আজ বাড়িতে, হইচই তাই সবাই করে, করবে খাতির সবাই মিলে। আসলো জামাই বছর পরে।
জামাই ষষ্ঠীর শুভক্ষণে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
মা ষষ্ঠীর কাছে তোমার সুখ সমৃদ্ধির প্রার্থনা করি। সন্তানকে নিয়ে দীর্ঘজীবী হও। শুভ জামাই ষষ্ঠী।
প্রতি বছর যেন আজকের দিনটি বার বার আসে, পরের বছর আশা করি, তুমি বাড়ি আসতে পারবে। জামজমাট করে পালন হবে তখন।
মা ষষ্ঠীর কাছে সব সময় তোমার প্রার্থনা করি। তিনি যেন তোমাকে ও পরিবারের সকলকে ভালো রাখেন।
জামাইয়ের কল্যাণের কথা ভেবেই এই বিশেষ দিন। দীর্ঘজীবী ও সুখী হও। এই কামনা করি।
সমস্ত দুঃখ যেন তোমার জীবন থেকে শত যোজন দূরে থাকে। জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল।
Sayanita Chakraborty