Jamaisasthi: দোরগোড়ায় জামাইষষ্ঠী, শাশুড়িরা জানেন তো এই নিয়ম-আচারগুলি?

Published : May 29, 2025, 01:51 PM IST
Jamai Sasthi 2023

সংক্ষিপ্ত

Jamaisasthi 2025: সামনেই জামাইষষ্ঠী। বছরেরে এই একটা বিশেষ দিনে জামাইবরণ করতে কতকিছুই না করতে হয়। কিন্তু আপনি কী এই নিয়মগুলি জানেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Jamaisasthi 2025: বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী তিথিতে শাশুড়িরা জামাইয়ের মঙ্গল কামনায় জামাইষষ্ঠী পালন করে থাকেন। এ বছর জুন মাসে অর্থাৎ আগামী রবিবার পড়েছে জামাই ষষ্ঠী। এটি শুধুমাত্র একটি আচার অনুষ্ঠানই নয়, পারিবারিক আবেগ, শ্রদ্ধা ও স্নেহের উৎসব। মূলত শাশুড়িরা তার জামাইকে এদিন নিমন্ত্রণ জানায় নিজের বাড়িতে। ষষ্ঠী পুজো করে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায়, এরপর জামাইকে বরণ করে স্নেহের সঙ্গে আদর-আপ্যায়ন করে খাওয়ান নিজের হাতে।

তবে শুধু জামাইষষ্ঠীর আয়োজন করলেই চলবে না, কিছু নিয়ম মানাও প্রয়োজন শাশুড়িদের তাদের জামাইদের মঙ্গল কামনায়। আসুন জেনে নিই কী কী রয়েছে সেই নিয়মে?

* জামাইকে বরণ করতেই হোক বা খেতে দেওয়ার সময় প্রথম পাতে ফল বা মিষ্টি যাই দিন, জোড় সংখ্যার ফল-মিষ্টি দেবেন না, বিজোড় সংখ্যার দিন।

* জামাইকে খালি মেঝেতে বসতে দেবেন না। আসন পেতে দিন বসার জন্য। চেয়ারে বসলেও চেয়ারের ওপর আসন পেতে দিন বসতে।

* জামাইকে বরণ করার সময় বরণডালায় ধান, দুর্বা, পান পাতা, সরষের তেল ও প্রদীপ অবশ্যই রাখতে হবে। বরণ ডালায় মোমবাতির বদলে সরষের তেল বা ঘি-এর প্রদীপ দেওয়াই ভালো।

* বরণের পর জামাইকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করুন, জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিন।

* জামাইষষ্ঠীতে বরণডালায়ে রাখতে হবে তালপাতার পাখা। বরণ ও আশীর্বাদ হয়ে গেলে তালপাতার পাখা জলে ভিজিয়ে সেই পাখা দিয়ে জামাইকে হাওয়া করুন। আর তিনবার বলুন "ষাট ষাট ষাট"।

* আজকাল বাড়িতে বাড়িতে মিক্সি থাকার কারণে হয়তো রান্নাঘরের নোড়া আর কাজে লাগে না। আগে জামাইষষ্ঠীর দিন নোড়াটি বের করে ভালো করে ধুয়ে রাখুন। জামাইয়ের বুকে পিঠে কপালে নোড়া ছুঁইয়ে মঙ্গল কামনা করতে হয় জামাইয়ের জন্য।

* আপনার মেয়ে ও জামাইয়ের হাতে হলুদ ও তেল মাখানো সুতো বেঁধে দিন। মনে করা হয় সুতোর গিট যতো শক্ত হবে জামাই মেয়ের বন্ধনও তত মজবুত হবে।

জামাইষষ্ঠীর আয়োজন করলে ষষ্ঠী পুজো করার সঙ্গে সঙ্গে জামাইয়ের জন্য এই নিয়মগুলি পালন করা জরুরি। একটা দিন জামাই মেয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা উপোস করে পুজো এবং এই আচার অনুষ্ঠানগুলি পালন করে থাকেন। জামাইষষ্ঠী শুধুমাত্র একটি উৎসব নয়, এটি পারিবারিক আবেগ, যেখানে স্নেহ, শ্রদ্ধা ও আন্তরিকতার মেলবন্ধন। এই ঐতিহ্যবাহী উৎসবের সংরক্ষণ ও সঠিক নিয়মানুযায়ী পালন বাঙালি সংস্কৃতিকে ধরে রাখে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্যান্সারের সঙ্গে লড়াই করা অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কী? কীভাবে কাজ করে? উত্তর দিলেন ডায়েটেশিয়ান
এই ৬টি খাবার খেলেই দারুণ ঘুম? দেখে নিন তালিকা