ভাতের পাতে ঢ্যাঁড়শ সিদ্ধ খেলেই আর কোনও দিন দেখা দেবে না এই সমস্যা! অসাধারণ গুণের অধিকারী এই সবজি
ঢ্যাঁড়শ সেদ্ধ হোক ভাজা, পাতে রুটি বা ভাতের পাতে খেতে কিন্তু মন্দ লাগে না। তবে সুস্বাদুই নয়, এই সবজির কিন্তু রয়েছে চমৎকার কিছউ উরকারী গুণ,বহু শারীরিক সমস্যার সমাধান করতে পারে এই সবজি।
এ প্রসঙ্গে বিখ্যাত প্রাকৃতিক বিজ্ঞানী ড্যান গুবলার ঢ্যাঁড়শের উপকারিতা সম্পর্কে লিখেছেন-
ঢ্যাঁড়শ হল এমন একটি সবজি যেটি একই সঙ্গে অনেক শারীরিক সমস্যা দূর করতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বিখ্যাত প্রাকৃতিক বিজ্ঞানী ড্যান গুবলার এই সবজিরই উপকারিতা সম্পর্কে লিখেছেন।
অন্যদিকে ডায়েটিশিয়ান ডাঃ বিধি চাওলার জানিয়েছেন, ঢ্যাঁড়শে এমন অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে যা সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। ঢ্যাঁড়শে থাকে ভিটামিন এ, সি ও ভিটামিন কে। এ ছাড়াও এতে রয়েছে বহু প্রকারের মিনারেল। এতে প্রচুর ফাইবার রয়েছে যা স্বাস্থ্যের জন্য চমৎকার গুণী।
এ ছাড়াও ঢ্যাঁড়শে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়।
ঢ্যাঁড়শে অত্যন্ত কম ক্যালোরি রয়েছে। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য ঢ্যাঁড়শ খাওয়া অত্যন্ত উপকারী। ফাইবার থাকার কারণে ঢ্যাঁড়শ খাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে এই সবজি যার কারণে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে ভীষণ সাহায্য করে।