এই পুকুরে ডুব দিয়েই সন্তানের মুখ দেখতে পেয়েছেন বহু নিঃসন্তান দম্পতি! ঘর আলো করে জন্মেছে ফুটফুটে শিশু

Published : Nov 06, 2024, 12:35 PM IST

এই পুকুরে ডুব দিয়েই সন্তানের মুখ দেখতে পেরেছেন বহু নিঃসন্তান দম্পতি! ঘর আলো করে জন্মেছে ফুটফুটে শিশু

PREV
17

এই পুকুরে একসঙ্গে স্নান করলেই নাকি সন্তানলাভ হয় নিঃসন্তান দম্পতিদের! এমনই কথা প্রচলিত রয়েছে লোকের মুখেমুখে। (প্রতীকী ছবি)

27

সন্তানলাভের আশায় অনেকেই ডুব দিয়েছেন এই পুকুরের জলে। আর তাতেই নাকি কোল জুড়ে এসেছে সন্তান। এমনই দাবি বহু দম্পতির। (প্রতীকী ছবি)

37

এই স্থান রয়েছে ভারতেই। রাধাকৃষ্ণের লিলাতেই নাকি অসম্ভব সম্ভব হয়। গোবর্ধনের গ্রামের কাছে অবস্থিত এই পুকুর।(প্রতীকী ছবি)

47

রাধার কাঁকন দিয়ে নাকি এই পুকুর তৈরি হয়েছিল। এটির নাম রাধা কুণ্ড। এই রাধাকুণ্ডরই নাকি রয়েছে চমৎকার গুণ। (প্রতীকী ছবি)

57

কার্তিক কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে এই পুকুরে নিঃসন্তান দম্পতি একসঙ্গে স্নান করলে নাকি তাঁদের ঘর আলো করে সন্তানের জন্ম হয়। (প্রতীকী ছবি)

67

লোকমুখে প্রচলিত রয়েছে নারদের পরামর্শে শ্রীকৃষ্ণ তাঁর বাঁসি দিয়ে একটি পুকুর খনন করেন। এরপর শ্রীকৃষ্ণকে দেখে রাধা নিজের কাঁকন দিয়ে আরও একটি পুকুর খনন করেন। (প্রতীকী ছবি)

77

এই পুকুর দেখে শ্রীকৃষ্ণ পুকুরটি যাতে পুন্যস্নাত হয় তার বর দেন। এ ছাড়া এই পুকুর যাতে বিখ্যাত হয়, তারও বর দেন শ্রী কৃষ্ণ। এরপর থেকে সন্তান লাভের জন্য প্রসিদ্ধ হয় এই পুকুর। (প্রতীকী ছবি)

click me!

Recommended Stories