New Year 2024: বছরের প্রথম দিন এই বিশেষ কাজ করুন, এতে গোটা বছর ভালো কাটবে

সারা বছর ভালো কাটুক তা সকলের কাম্য। আজ বছরের প্রথম দিন এই বিশেষ কাজ করুন। এতে মিলবে উপকার।

Sayanita Chakraborty | Published : Jan 1, 2024 7:09 AM IST / Updated: Jan 01 2024, 12:41 PM IST

শুরু হল নতুন করে পথ চলা। সদ্য নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সকলে। সারা বছর ভালো কাটুক তা সকলের কাম্য। আজ বছরের প্রথম দিন এই বিশেষ কাজ করুন। এতে মিলবে উপকার।

যা যা করবেন না-

নতুন বছরের প্রথম দিনে সকাল স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা শুভ বলে মনে করা হয়।

এই সময় দেবী লক্ষ্মীকে একটি নরকেল নিবেদন করুন। এতে ঈশ্বরের আশীর্বাদ সারা বছর জুড়ে থাকবে।

সারা বছর ভগবানের আশীর্বাদ পেতে বছরের প্রথম দিন স্নান করার পরে মন্দিরে যেতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী বছরের প্রথম দিনে গরিব-দুঃখীকে কিছু দান করুন। এমন করলে জীবনে সুখ শান্তি আসে।

বছরের প্রথম দিনে ওম মহাদেবায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এতে জীবনে সুখ আসবে।

নতুন বছরের প্রথম দিন ভজন কীর্তন করা শুভ মনে করা হয়। নতুন বছরের প্রথম দিনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন। যেখানেই পরিচ্ছন্নতা রয়েছে, সেখানেই আসেন দেবী লক্ষ্মী। নববর্ষে আপনার বাড়ির আশেপাশে কিছু গাছ লাগান।

বছরের শুরুতে এই জিনিসগুলো বাড়িতে আনা অশুভ বলে মনে করা হয়। যেমন, কোনও মানুষের সঙ্গে কোনও ধরনের মারামারি এড়িয়ে চলা উচিত। কারও সঙ্গে তর্ক করবেন না। এতে সারা বছর নেতিবাচক শক্তি নিয়ে আসে। গোটা বছর ভালো ভাবে কাটাতে চাইলে প্রথম দিন মাথা ঠান্ডা রাখুন, কারও সঙ্গে তর্ক করবেন না। তেমনই কোনও ঝামেলায় যাবেন না।

এই দিন সম্ভব হলে নিরামিষ খাবার খান। এতে মা লক্ষ্মী তুষ্ট হন। এতে আর্থিক

তেমনই নববর্ষের প্রথম দিনে ধারাল কোনও জিনিস কিনবেন না। বছরের শুরুতে এমন ধারাল জিনিস কেনার অর্থ অশুভ বলে মনে করা হয়। তাই মেনে চলুন এই সকল টিপস। এতে সমস্যা থেকে মিলবে উপকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

New Year's Eve: বর্ষবরণের পার্টিতে দেদার মদ্যপান? শরীরকে সতেজ রাখতে খান ৫টি বিশেষ খাবার

আপনার বাড়িতেই অনেক রোগের চিকিত্সার ব্যবস্থা আছে, এটিই সবচেয়ে কার্যকর ঘরে তৈরি অ্যান্টিবায়োটিক

Read more Articles on
Share this article
click me!