বর্ষবরণের রাতে পার্টিতে মদ্যপান করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরবেন? রাস্তায় বিপদ থেকে সাবধান

Published : Dec 30, 2025, 08:11 PM IST

New Year 2026: বুধবার মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা বাজলেই বিদায় নিচ্ছে ২০২৫ এবং শুরু হচ্ছে ২০২৬। বর্ষবরণের রাতে অনেকেই মদ্যপান করেন। কিন্তু বাড়ির বাইরে গিয়ে কোথাও মদ্যপান করলে সাবধান। বাড়ি ফেরার সময় কোনও ভুল করলেই বিপদ ঘনিয়ে আসতে পারে।

PREV
15
সাবধান, বর্ষবরণের রাতে মদ্যপানের পর নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে চাইলে বিপদ

মদ্যপান করে গাড়ি চালাবেন না

৩১ ডিসেম্বর রাতে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান, পার্টি আয়োজন করা হয়। অনেকেই সেই অনুষ্ঠান বা পার্টিতে গিয়ে মদ্যপান করেন। মদ্যপান করার পর অনেকেই নিজে গাড়ি বা মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন। কিন্তু সেটা করা উচিত নয়। কারণ, প্রথমত নেশার ঘোরে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। দ্বিতীয়ত, এরকম উৎসবের রাতে রাস্তায় পুলিশের পাহারা বেশি থাকে। কেউ মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন বুঝতে পারলেই পুলিশ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারে। আরও কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাই এরকম ঝুঁকি নেওয়া উচিত নয়।

DID YOU KNOW ?
মদ্যপানে সাবধান
বর্ষবরণের রাতেই শুধু নয়, যে কোনও সময়ই মদ্যপান করে গাড়ি চালানো বিপজ্জনক। এই কারণে সতর্ক থাকা জরুরি।
25
পরিকল্পনা ছাড়াই বর্ষবরণের রাতে কোথাও গিয়ে মদ্যপান করলে কীভাবে নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরবেন?

মদ্যপান করে গাড়ি চালাতে বাধ্য হলে কী করবেন?

অনেক সময় এমন হয় যে বর্ষবরণের রাতে কোনও পার্টি বা অন্য কোথাও গেলেন। মদ্যপানের পরিকল্পনা ছিল না। কিন্তু কোনও বন্ধু, সহকর্মী বা পরিচিত কারও জোরাজুরিতে মদ্যপান করলেন। তারপর নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হবে। এক্ষেত্রে আগে শৌচাগারে গিয়ে ভালো করে চোখে-মুখে জল দিন। তারপর কাঁচা পেঁয়াজ বা ভিনিগার মুখে দিন। এতে যেমন ঝিমুনি ভাব কাটতে পারে তেমনই মুখ থেকে মদের গন্ধও দূর হতে পারে। বড় রাস্তার মোড়গুলিতে পুলিশের নাকা চেকিং থাকে। তাই যতটা সম্ভব বড় রাস্তায় না গিয়ে গলির মধ্যে দিয়ে গাড়ি চালান। এতে গাড়ির সংখ্যা কম থাকায় যেমন দুর্ঘটনার আশঙ্কা এড়ানো যাবে, তেমনই পুলিশের নাগালও এড়ানো যাবে।

আর মাত্র একদিন, তারপরেই নতুন ইংরাজি বছর শুরু হয়ে যাচ্ছে।
বুধবার ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁয়ে ফেললেই ২০২৫ শেষ হয়ে ২০২৬ সাল শুরু হয়ে যাবে। আর মাত্র একদিন বাকি।
35
গাড়িতে একাধিক ব্যক্তি থাকলে যিনি সবচেয়ে কম মদ্যপান করেছেন তিনি পারলে চালান

চালকের কম মদ্যপানই ভালো

যদি বর্ষবরণের রাতে পানশালা, ডিস্কে, ক্লাবে বা অন্য কোথাও পার্টিতে যদি একসঙ্গে কয়েকজন যান এবং সবাই গাড়ি চালাতে পারেন, তাহলে বাড়ি ফেরার সময় যিনি সবচেয়ে কম মদ্যপান করেছেন, তাঁকে গাড়ি চালাতে দিন। সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা কম থাকতে পারে। গাড়ির গতি কম রাখা উচিত। তাহলে গাড়ি নিয়ন্ত্রণে থাকবে। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। উত্তেজিত হলে চলবে না।

45
মদ্যপানের পর গাড়ির চেয়েও নোটর সাইকেল চালালে দুর্ঘটনার আশঙ্কা বেশি, মত ট্র্যাফিক পুলিশের

মদ্যপানের পর মোটর সাইকেল চালালে সাবধান

ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, মদ্যপানের পর যাঁরা গাড়ি চালান, তাঁদের চেয়ে মোটর সাইকেল চালিয়ে দুর্ঘটনার সংখ্যা বেশি। অনেকেই মদ্যপানের পর অনিয়ন্ত্রিত গতিতে মোটর সাইকেল চালান, রাস্তার মোড় ঘোরার সময় বা স্পিড-ব্রেকারের সামনেও গাড়ির গতি কমান না। সেক্ষেত্রে উল্টোদিক থেকে আসা গাড়িতে ধাক্কা মারা বা ছিটকে পড়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে সতর্ক করে দিচ্ছে ট্র্যাফিক পুলিশ।

55
জীবনে প্রথমবার মদ্যপান করলে তারপর গাড়ি চালানোর ঝুঁকি না নেওয়াই ভালো

প্রথমবার মদ্যপানে সাবধান

চিকিৎসকরা জানিয়েছেন, মদ্যপান করার সময় অনেকের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। এছাড়া শ্রবণশক্তির উপরেও প্রভাব পড়ে। স্নায়ুর উপর নিয়ন্ত্রণও কমে যেতে পারে। ফলে এই অবস্থায় গাড়ি বা মোটর সাইকেল চালালে দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশি। যাঁরা বুধবার জীবনে প্রথমবার মদ্যপান করবেন বলে ঠিক করেছেন, তাঁদের মদ্যপানের পর গাড়ি বা মোটর সাইকেল চালানোর ঝুঁকি নেওয়া উচিত নয়। কারণ, শরীর ও মনে কী ধরনের প্রতিক্রিয়া হবে, তা আগাম বলা যায় না। দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

Read more Photos on
click me!

Recommended Stories