‘এই দুনিয়া হল সংগ্রামের জায়গা...’ মিলল বিশেষ ব্যাখ্যা, জেনে নিন আল্লাহ কেন নবীদের পরীক্ষা নেন

মানুষের মধ্যে সবচেয়ে কঠিনভাবে পরীক্ষিত হলেন নবীগণ। আল্লাহের বইয়ে নবী রাসূবদের ওপর আসা বিভিন্ন ধরনের বিপদ আপদ উল্লেখ করেছেন।

সদ্য পালিত হল ইদ-মিলাদ-উন-নবী। ২৭ ও ২৮ সেপ্টেম্বর পালিচ হল ইদ-মিলাদ-উন-নবী। বিশ্বাস করা হয় এই দিনেই মহান নবীর আগমন ঘটেছিল পৃথিবীর বুকে। হজরত মহম্মদের জন্মদিন এই দিনটি। ইদ-মিলাদ-উন-নবী দিনটি নবীজির আগমনের খুশিতে পালন করা হয়। অনেকে আবার ইদ-মিলাদ-উন-নবী দিবসটি নবীজির মৃত্যুবার্ষিকী বলে মনে করে। অনেকে শোকপ্রকাশের দিন হিসেবেও দেখে থাকেন।

এবার প্রকাশ্যে এল এক বিশেষ বক্তব্য। ‘এই দুনিয়া হল সংগ্রামের জায়গা। আখেরাত হল পুরস্কার বা শাস্তির জায়গা। যেখানে মুমিনদেরকে জান্নাতে পুরস্কৃত করা হবে এবং কাফেরদের জাহান্নামে শাস্তি দেওয়া হবে।’ সদ্য মিলল আল্লাহ বক্তব্যের এমনই ব্যাখ্যা।

Latest Videos

আলে ইমরান ৩:১৭৯-এ ব্যখ্যা অনুসারে, ‘আল্লাহ মুমিনদেরকে এখন যে অবস্থায় আছে সেখানে ছেড়ে দেবেন না। যতক্ষণ না তিনি দুষ্টকে ভালোর থেকে আলাদা করবেন।’

মানুষের মধ্যে সবচেয়ে কঠিনভাবে পরীক্ষিত হলেন নবীগণ। আল্লাহের বইয়ে নবী রাসূবদের ওপর আসা বিভিন্ন ধরনের বিপদ আপদ উল্লেখ করেছেন।

আল্লাহ যেমন নবীদের রক্ষা করেন এবং তাদের যত্ন নেন তেমনই তিনি কাফিরদের অত্যাচারের মাধ্যমে তাদের পরীক্ষা করেন। যাতে তারা এমন একটি স্তরে পৌঁছাতে পারে যেখানে তারা সম্পূর্ণরূপে তাঁর সম্মান যোগ্য। ব্যাখ্যা অনুসারে, আল্লাহ তার নবী রাসূলদেরকে তাদের সম্প্রদায়ের ওপর অত্যাচারের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। মহান প্রজ্ঞা তাঁর কাছ থেকে নিখুঁত আশীর্বাদ বান। তিনি আশীর্বাদ লাভ করেন যে তিনি ব্যাতীত কোনও মামুদ নেই এবং তিনি ছাড়া কোনও মামুদ নেই। সেখানে বলা হয়েছে, সকলকে আদম-র কাহিনি সম্পর্কে চিন্তা করতে। কীভাবে তার পরীক্ষা শেষ হয়েছিল সে বিষয় চিন্তা করার কথা উল্লেখ আছে।

বলে হয়েছে, কেউ যদি আল্লাহর প্রজ্ঞা নিয়ে চিন্তা করে তাহলে জানা যাবে, আল্লাহ পরীক্ষা নেওয়ার অর্থ তার মাধ্যমে তিনি তাদের সর্বোচ্চ লক্ষ্য অর্জন ও সর্বোচ্চ পদে পৌঁছানোর নির্দেশ দেন। পরীক্ষা আসলে এক ধরনের সম্মান। কারণ যা আপাত দৃষ্টিতে পরীক্ষা বলে মনে হয়, তা হল করুণা ও আশীর্বাদ পাওয়ার এক পথ।

 

আরও পড়ুন

Relationship Tips: পুরুষের মধ্যে এই গুণগুলিই সব সময় স্ত্রী-কে সুখী রাখে, থাকে না বিচ্ছেদের ভয়

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে-এ চিকিৎসক নিয়োগ, শূন্যপদ রয়েছে ১০০-র বেশি

Soaked Peanuts: প্রতিদিন ভেজানো বাদাম খেলে এই রোগগুলি চারপাশে ছড়াতে দেয় না, এতে রয়েছে অনেক আশ্চর্যজনক উপকারিতা

Share this article
click me!

Latest Videos

রামপুরহাটে নামার কথা ছিল, কেন ফরাক্কায় নেমে ছিল দীপ্তি! | Harishchandrapur News | Malda News
Canning-এ ঘটে গেল বড় দুর্ঘটনা! বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী ধাক্কা লরির,দেখুন
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
'আমাদের ১ কোম্পানি ঢুকলেই ওরা পালানোর পথ পাবে না' | Suvendu Adhikari | #shorts | #bjp |
স্যালাইন কাণ্ডে কার নাম নিলেন! | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed