মকর সংক্রান্তি ২০২৪-এর পূণ্য তিথিতে কাছের মানুষদের জানান শুভেচ্ছা, রইল এমনই ১০ সেরা শুভেচ্ছা বার্তার তালিকা
মকর সংক্রান্তি ২০২৪, হিন্দু শাস্ত্রে এই পবিত্র দিনের গুরুত্ব অনেক। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই দিন গঙ্গা স্নানের গুরুত্ব রয়েছে বিস্তর। এই দিন সূর্য দেবকে অর্ঘ্য দিয়ে থাকেন অনেকে। এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকলকে।