রঙিন ঘুড়ি যেমন মহাকাশে উড়ে যায়, আমি একইভাবে আপনার জীবনে সাফল্য কামনা করি। রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। শুভ মকর সংক্রান্তি। - জানান এমন শুভেচ্ছা বার্তা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির এই বিশেষ উৎসব। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়।