শুধু জল খেলেই ঝরঝরিয়ে কমবে মেদ! কোনও খাটনি ছাড়াই রোগা হতে পারবেন

Published : Sep 24, 2024, 11:12 PM IST
Weight Loss Drinks

সংক্ষিপ্ত

শুধু জল খেলেই ঝরঝরিয়ে কমবে মেদ! কোনও খাটনি ছাড়াই রোগা হতে পারবেন

ওজন কমাতে রীতিমতো হিমশিম খেতে হয় সকলকে। কড়া ডায়েট মেনেও লাভ হয় না। নিয়মিত মর্নিং ওয়াক, জিম, ফ্রি হ্যান্ড করে ওজন কমাতে কাল ঘাম ছুটে যায়। তবে ওজন নিয়ন্ত্রণে আনা এতো সহজ কাজ নয়। তবে গ্লাস, গ্লাস জল পান করলেই কমতে পারে ওজন। জল খেয়েই কমাতে পারেন বেশ কয়েক কেজি।

বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যে শুধু জল পান করেই হুড়মুড়িয়ে ওজন কমেছে। কোনও খাটনি ছাড়াই পাওয়া গিয়েছে মেদহীন চেহারা। বিশেষজ্ঞরা এই বিশেষ উপায়কে Water Fasting বলে চিহ্নিত করেছেন। তবে কীভাবে জল খেয়েই ওজন কমানো যাচ্ছে বা কতোটা পরিমান জল খেতে হবে তা অবশ্যই জেনে রাখতে হবে।

ওয়াটার ফাস্টিং-এ থাকা কালীন শুধু জলই খাওয়া যাবে কোনও খাবার খাওয়া চলবে না। কঠোর ভাবে সারাদিন জল পান করতে হবে। এতেই ঝরবে পেটের চর্বি এমনই মত দিয়েছেন ডায়টেশিয়ান নেহা পাতিদিয়া।

তবে ২৪ থেকে ৭৪ ঘণ্টার বেশি একদমই ওয়াটার ফাস্টিং করা চলবে না। এর বেশি খালি পেটে থাকলে মারাত্মক ভাবে শরীর খারাপ হতে পারে বলে মত চিকিৎসকেদের। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে নির্ধারিত সময় মেনেই এই উপবাস করতে হবে। (

এই নিয়ে একটি গবেষণা চালানো হয় এউ এস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে। এই গবেষণায় ১২ জন পুরুষকে ৪ দিন ধরে শুধু জল খাইয়ে রাখা হয় যার ফলে পুরুষদের পেটের চর্বি কমলেও মানসিক চাপ ভীষণ ভাবে বেড়ে যায় বলে দেখা যায়। এ ছাড়াও ডিহাইড্রেশন, কেটোজেনেসিস বৃদ্ধি, হাইপারুরিসেমিয়া, সিরাম গ্লুকোজ ঘনত্ব হ্রাসের মতো সমস্যা দেখা গিয়েছিল এই ব্যক্তিদের।

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা