Petrol Pump Perks:পেট্রোল পাম্পে তেল ছাড়াও আর কী কী সুবিধা পাওয়া যায়, জানেন?

Published : Mar 24, 2025, 06:34 PM IST

আমরা সাধারণত পেট্রোল পাম্পে যাই শুধু তেল ভরতে, কিন্তু এখানে আরও অনেক সুবিধা আছে যা বিনামূল্যে পাওয়া যায়। আসুন, সেই সুবিধাগুলো সম্পর্কে জেনে নিই।

PREV
14
আমরা যখন কোথাও ঘুরতে যাই, কিছু ব্যাপারে খুব সমস্যা হয়। বিশেষ করে রাস্তায় ওয়াশরুমের সমস্যা খুব ভোগায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে পেট্রোল পাম্প কাজে আসে।
24
পেট্রোল পাম্পে শুধু তেল নয়, আরও অনেক সুবিধা পাওয়া যায়। তেল না কিনলেও এই সুবিধাগুলো বিনামূল্যে পাওয়া যায়। জেনে নিন পেট্রোল পাম্পের সুবিধাগুলি।
34
রাস্তায়ঘাটে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তখন প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড কিট দরকার হয়। সেই সুবিধাও পেট্রোল পাম্পে পাওয়া যায়। তাই পেট্রোল পাম্প খুব দরকারি।
44
দূরের রাস্তায় টায়ারে হাওয়া কমে গেলে বিপদ হতে পারে। তাই পেট্রোল পাম্পে টায়ারে হাওয়া ভরে নেওয়া যায় বিনামূল্যে। এই সুবিধা নিতে কোনো টাকা লাগে না।
click me!

Recommended Stories