গরম জল, লেবু আর এই জিনিসটি দিলেই কেল্লাফতে! ঘরে ঢুকবে না মশা আর মাছি

Published : Mar 23, 2025, 12:03 PM IST

Homemade tips to repel mosquitoes: মশা আর মাছির উপদ্রব বাড়ছে। একেক সময় অতিষ্ট হয়ে যেতে হয় মশা আর মাছির জন্। এখানে রইল মশা তাড়ানোর ঘরোয়া উপায়। 

PREV
110
মশার উপদ্রব

একটু গরম পড়তেই বাড়ছে মশার উপদ্রব। সকাল থেকে সন্ধ্যে মশার কামড়ে অতিষ্ট হয়ে যেতে হয়।

210
মশা বাড়ে

এখন আবহাওয়া যাইহোক না কেন মশার কামড়ে অতিষ্ট হতে হয়। বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মত প্রকোপ।

310
মশার কামড়ে সমস্যা

অনেক সময় মশার কামড়ে ঘা পর্যন্ত হতে পারে। যার কারণে অনেক সময়ই ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়।

410
মশা তাড়ানোর উপায়

বর্তমানে মশা তাড়ানোর অনেক পণ্য রয়েছে বাজারে। যার অধিকাংশই কেমিক্যালের পরিপূর্ণ। তাতে অনেক সময় শরীরের ক্ষতি হয়।

510
ভরসা ঘরোয়া উপায়

তাই মশার হাত থেকে বাঁচতে ঘরোয়া উপায়ের ওপরই ভরসা রাখুন। এগুলির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

610
ঘর মুছে মশা তাড়ান

ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়াতে ঘরমোছার জলে লেবুর রস, ফিটকিরি দিয়ে দিন। তাহলেই ঘর থেকে উধাও হবে মাশ। এতে ঘর থেকে জীবাণু দুর হবে।

710
জল গরম করুন

ঘরমোছার জল অবশ্যই হালকা গরম হতে হবে। আর ঘর মুছতে হে সুতোর কাপড় দিয়ে। তাতেই গায়েব হবে মশা।

810
২বার ঘর মোছা

এই পদ্ধতিতে মশা তাড়াতে গেলে দিনে দুইবার ঘর মুছতে হবে। বিকেলের দিকে ঘর মোছার পর জানলা দরজা বন্ধ করে দিলে মসার উপদ্রবের হাত থেকে রেহাই পাবেন।

910
স্প্রে হিসেবে ব্যবহার

গরম জলের সঙ্গে লেবুর রস আর ফিটকিরি মিশিয়ে একটি গাড় দ্রবণ তৈরি করুন। জল ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে রাখুন। আর মাঝেমধ্যে ঘরে স্প্রে করুন। তাতেই মশা আর মাছি দুইয়ের উপদ্রবের হাত থেকে রেহাই পওয়া যাবে।

1010
বিশেষ দ্রব্যষ্ট

এই প্রতিবেদনের দায় এশিয়ানেট নিউজ বাংলার নয়। এটি শুধুমাত্র তথ্য সরবরাহ করার জন্য। যদি কোনও সমস্যা থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

click me!

Recommended Stories