Promise Day 2025: হুট করে Promise করলেই হল না, তা পালন করতে হবে সারা জীবন, খেয়াল রাখুন এই পাঁচ বিষয়

Published : Feb 11, 2025, 11:26 AM ISTUpdated : Feb 11, 2025, 11:37 AM IST

ভ্যালেন্টাইন্স উইকে প্রমিস ডে-তে প্রতিশ্রুতি দেওয়ার আগে সাবধান! সঙ্গীকে অকারণ স্বপ্ন না দেখিয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিন, যা সারাজীবন পালন করতে পারবেন। ভালোবাসা প্রকাশে উপহার দিতে ভুলবেন না।

PREV
110

চলছে ভ্যালেন্টাইন্স উইক। রোজ ডে, টেডি ডে থেকে শুরু করে হাগ ডে, কিস ডে- আরও কত কি।

210

প্রতিদিনই নিজের মতো করে ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করছেন সকলে। উপহার আদান প্রদান তো আছেই এই দিন সকলেই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। যা পালন করতে না পারলে সম্পর্ক পড়বে খারাপ প্রভাব।

310

এই প্রতিশ্রুতি আদান প্রদানের জন্য আছে এক বিশেষ দিন। আজ পালিত হচ্ছে প্রমিস ডে।

410

দুম করে Promise করলেই হল না, তা পালন করতে হবে সারা জীবন, খেয়াল রাখুন এই পাঁচ বিষয়।

510

কীভাবে মনের মানুষকে কিছু প্রমিস করবেন তা নিয়ে চিন্তা না করে কী প্রমিস করছেন সেদিকে খেয়াল রাখুন।

610

সঙ্গীকে অকারণ স্বপ্ন দেখাবেন না। এমন কিছু প্রমিস করুন যা পালন করতে পারবেন।

710

দুম করে কারও প্রেম পড়তেই পারেন। তবে, সে প্রেম সারাজীবন টিকিয়ে রাখা বেশি কঠিন। তাই দুম করে কাউকে মনের কথা জানিয়ে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেবেন না।

810

প্রমিস ডে-তে ভবিষ্যতের পরিকল্পনা করুন। সম্পর্ক নিয়ে কী পদক্ষেপ নেবেন তা জানান।

910

সত্যিই মন থেকে কাউকে ভালো বাসলে তবেই তাকে এই বিশেষ দিনে কোনও প্রতিশ্রুতি দিন।

1010

প্রমিস ডে উপহার দিতে ভুলবেন না। অন্তত একটা গোলাপ দিতে ভুলবেন না। সঠিক পদ্ধতিতে প্রকাশ করুন আপনার ভালোবাসা।

click me!

Recommended Stories