ক্যালোভেরা গাছ খুব সহজেই বাড়িতে ছোট টবে লাগানো যায়। ক্যালোভেরা, নারকেল তেল এবং চিনি ব্যবহার করে খুশকির সমস্যা দূর করা যায়।
প্রস্তুতি পদ্ধতি..
প্রথমে ২ টেবিল চামচ ক্যালোভেরা জেল নিন। মিশ্রণটি মাথায় ভালো করে লাগান।
কিভাবে কাজ করে.?
ক্যালোভেরাতে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে। মাথার ত্বককে আর্দ্র রাখে।
Anulekha Kar